রাজ্যের ক্রীড়া পরিকাঠামোর মানোন্নয়নে ত্রিপুরা সরকারের ঐকান্তিক প্রচেষ্টা ও আর্থিক আনুকূল্যে দীর্ঘবছরের স্বপ্ন পূরণের পথে মজলিশপুরবাসীর! মজলিশপুর বিধানসভা কেন্দ্রের শচীন্দ্রনগর স্কুলের মাঠে বিশ্বমানের সিন্থেটিক ফুটবল টার্ফ মাঠ নির্মাণের কাজ প্রায় শেষের পথে। শনিবার এই বিশ্বমানের সিন্থেটিক ফুটবল টার্ফ”-মাঠের নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন রাজ্যের তথ্য সংস্কৃতি ও ক্রীড়া এবং যুব কল্যাণ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন তিনি সিন্থেটিক ফুটবল টার্ফ” নির্মাণের সাথে যুক্ত আধিকারিকদের সাথে কথা বলে যথা শীঘ্র এই “সিন্থেটিক ফুটবল টার্ফ” নির্মাণের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। এদিন মন্ত্রী বলেন ২০১৮ সালে বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর উনার স্বপ্ন ছিলো এখানে একটি বিশ্বমানের সিন্থেটিক ফুটবল টার্ফ মাঠ তৈরি করা। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী হিসেবে দ্বায়িত্বভার গ্রহণের পর এখানে সিন্থেটিক ফুটবল টার্ফ মাঠ তৈরীর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। মজলিশপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষ্যে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে বিশ্বমানের সিন্থেটিক ফুটবল টার্ফ তৈরীর কাজ এখন প্রায় শেষ। শীঘ্রই হবে এর শুভ উদ্বোধন। তাছাড়া আমাদের রাজ্যে অনেক ভালো ভালো ফুটবলার আছে, সবার সহযোগিতায় তাদের এগিয়ে নিয়ে যেতে চাই আমরা। আজকের এই পরিদর্শন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, যুগ্ম অধিকর্তা পাইমং মগ, উপ-অধিকর্তা বনজিৎ বাগজী, বিপ্লব দত্ত, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্যরা।