Thursday, December 4, 2025
বাড়িখবরখেলাফুটবল মানেই মনের ভিতর গচ্ছিত আবেগ এর বিস্ফোরণ- সুশান্ত চৌধুরী

ফুটবল মানেই মনের ভিতর গচ্ছিত আবেগ এর বিস্ফোরণ- সুশান্ত চৌধুরী

মঙ্গলবার ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ময়দানে এযাবৎ কালের সর্ব বৃহৎ ফুটবল টুর্নামেন্ট “ফটিকরায় অটল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট- ২০২২” এর শুভ উদ্বোধন হয়।এদিন ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুজ সুধাংশু দাস এর ডাকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের যুব কল্যান ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন ফুটবল খেলা মানেই একটা বাড়তি উন্মাদনা! ফুটবল খেলা মানেই উৎসবের মেজাজ! ফুটবল মানেই মনের ভিতর গচ্ছিত আবেগ এর বিস্ফোরণ। বয়সের মাপকাঠি কিংবা শারীরিক প্রতিবন্ধকতা সব কিছুই এই উন্মাদনার কাছে হেরে যায়।ফুটবল আর উন্মাদনা একই সূত্রে গাথা। তাই যখনই সুযোগ পাই ফুটবলকে উপভোগ করতে ছুটে যাই বলে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিধায়ক সুধাংশু দাসের সাথে ছিলেন পদ্মশ্রী অলিম্পিয়ান দীপা কর্মকার সহ অসংখ্য ক্রীড়াপ্রেমীরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য