Thursday, December 4, 2025
বাড়িখবরখেলাসুব্রত মুখার্জি অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগের শিরোপা দখল করলো ত্রিপুরা স্পোর্টস স্কুল

সুব্রত মুখার্জি অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগের শিরোপা দখল করলো ত্রিপুরা স্পোর্টস স্কুল

রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগের শিরোপা দখল করে বাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুল। ৭-০ গোলে তারা হারিয়ে দেয় পশ্চিম জেলাকে। তেলিয়ামুড়া ভগৎ সিং মিনি স্টেডিয়ামে শনিবার বিকাল সাড়ে তিন ঘটিকায় বাধারঘাট ত্রিপুরার স্পোর্টস স্কুল বনাম পশ্চিম জেলার মধ্যে খেলা হয় ফাইনাল ম্যাচ। খেলার প্রথমার্ধে ১৪ ও ১৭ মিনিটে মারিনা জমাতিয়া গোল করে, খেলার ২৮ মিনিটে কেয়া দেববর্মা তৃতীয় গোল করে, ৩৪ মিনিটে গোল করে শ্রেয়া দেব। খেলার দ্বিতীয়ার্ধে ১১ মিনিটে দলের হয়ে পঞ্চম গোল করে সিয়ারি ত্রিপুরা, দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে নিজের তৃতীয় তথা দলের ষষ্ঠ গোল করে মারিনা জমাতিয়া। দ্বিতীয়ার্ধের শেষ লগ্নে নিজের দ্বিতীয় ও দলের সপ্তম গোল করে শ্রেয়া দেব। ফলে ৭-০ গোলে জয়ী হয় বাধারঘাট ত্রিপুরার স্পোর্টস স্কুল। এই খেলা দেখতে মাঠে দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এদিনের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতা রূপক সরকার, তেলিয়ামুড়া মহকুমা শাসক মোঃ সাজ্জাদ পি, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস রায়, ভাইস চেয়ারম্যান অপু গুপ সহ অন্যান্যরা। ফাইনাল খেলার সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কৃত হয় মারিনা জমাতিয়া। রানার্স ও চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেয় উপস্থিত অতিথিরা। আগামী ২৮ শে আগস্ট দিল্লিতে যাবে এই চ্যাম্পিয়ন দলটি জাতীয় সুব্রত মুখার্জি কাপ খেলতে। উল্লেখ করে যেতে পারে, চলতি মাসের চার তারিখ থেকে শুরু হয় তেলিয়ামুড়া রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগের ফুটবল খেলা আটটি জেলা সহ বাধারঘাট ত্রিপুরা স্পোর্টস স্কুল নিয়ে মোট ৯টি দল অংশগ্রহণ করে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য