Thursday, December 4, 2025
বাড়িখবরখেলাপোলস্টার ক্লাবের পক্ষ থেকে খেলোয়ারদের মধ্যে তুলে দেওয়া হল জার্সি

পোলস্টার ক্লাবের পক্ষ থেকে খেলোয়ারদের মধ্যে তুলে দেওয়া হল জার্সি

আসন্ন ক্লাবভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতাকে সামনে রেখে বৃহস্পতিবার পোলস্টার ক্লাবের পক্ষ থেকে ক্লাবের ক্রিকেটারদের হাতে জার্সি তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পোলস্টার ক্লাবের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি দেসহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা। এদিন সংবাদমাধ্যমকে ক্লাবের সাধারণ সম্পাদক জানান পোল পোলস্টার ক্লাব খেলাধুলার পাশাপাশি সামাজিক কর্মসূচিতেও নিজেদের ছাপ রেখেছে যা বিগত করোনা মহামারীর সময়ে বাড়ি বাড়ি চিকিৎসক নিয়ে গিয়ে চিকিৎসা করানো থেকে শুরু করে করোনা টিকাকরণ কর্মসূচি অবধি সবকিছুতে হাত বাড়িয়েছে এবং গরিব অংশের মানুষ যারা রয়েছে যাদের ছেলে কিংবা মেয়েকে বিয়ে দিতে পারছে না অর্থের অভাবে তাদেরকেও আর্থিক সাহায্য সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে প্রদান করেছে এই ক্লাব বলে। তাছাড়া আগামী ৬ তারিখ কসমোপলিটন ক্লাবের সাথে পোলস্টার ক্লাবের প্রথম খেলা অনুষ্ঠিত হবে বলে জানানোর পাশাপাশি তাদের দল এই মরসুমে ভালো ফলাফল করবে বলে আশা ব্যক্ত করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen − 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য