সেপ্টেম্বর মাসের ৮, ৯ এবং ১০ তারিখ অনুষ্ঠিত হতে চলছে রাজ্যভিত্তিক পাওয়ার লিফটিং প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে রবিবার ত্রিপুরা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের জেনারেল বডি মিটিং অনুষ্ঠিত হলো স্বামী বিবেকানন্দ ব্যায়ামাগারে। এই দিনের মিটিংয়ে সারা রাজ্যের পাঁচ থেকে ছয়টি জেলার অ্যাসোসিয়েশনের সদস্যরা অংশগ্রহণ নেন। এদিন সংবাদ মাধ্যমকে সংগঠনের এই কর্মকর্তা জানান এই প্রতিযোগিতা সূচনার দিনে রাজ্যের যেসকল খেলোয়াড়রা বহি রাজ্যে গিয়ে সোনা পদক, রৌপ্য পদক অর্জন করেছেন রাজ্যের জন্য তাদেরকে সংবর্ধনা প্রদান করা হবে বলে।



