রবিবার ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে, এমবিবি স্টেডিয়ামে খেলোয়ারদের জন্য ৫৬ সিট বিশিষ্ট হোস্টেল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।তাছাড়া মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে সংবর্ধনা দেওয়া হয় এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউজে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরাক্রিকেটএসোসিয়েশনের সভাপতি তপনলোদ,ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সহ সভাপতি জয়লাল দাস, কোষাধক্ষ্য তাপস দাস, যুগ্ম সচিব কিশোর কুমার দাস সহ অন্যান্যরা। টি সি এ প্রাক্তন সভাপতির হাত দিয়ে এই হোস্টেল ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছিল। এবার তার হাত দিয়েই এই হোটেলের উদ্বোধন হলো। মূলত রাজ্য দলের বিভিন্ন শিবির চলা গেলেন সময়ে মহকুমার যেসব ক্রিকেটাররা আগরতলায় থাকার ব্যবস্থা নেই তাদেরকে হোস্টেলে রাখা হবে। হোস্টেলের উদ্বোধন হলেও সোমবার এ হোস্টেল খুলে দেওয়া হবে। এই উপলক্ষে এদিন একটি গৃহপ্রবেশের অনুষ্ঠান হবে। এই দিন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন যখন টি সি এ সভাপতি ছিলেন তখন তিনি বিভিন্ন জায়গায় গিয়ে খেলাধুলার মাঠের স্ট্যাটাসটা দেখেছিলেন বর্তমানে এমবিবি হোস্টেলটি উদ্বোধন হয়েছে এইরকম হোস্টেল উদ্বোধন হবে তা কখনো তিনি ভাবতে পারেননি বলে উনার বক্তব্যে তোলে ধরেন।



