ভারতে দাবা অলিম্পিয়াড আয়োজনের অঙ্গ হিসেবে বিশ্বে প্রথমবারের মতো অনুষ্ঠিত মশাল রিলে দেশের বিভিন্ন শহর পরিক্রমা করে আজ আগরতলায় এসে পৌঁছায় এই উপলক্ষে আগরতলা টাউনহলে রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । মশাল রিলের মূল অনুষ্ঠান পর্বের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা . মানিক সাহা । ঐতিহাসিক এই মশাল আগরতলায় বহন করে নিয়ে আসেন গ্র্যান্ডমাস্টার মিত্রাভ গুহ । তিনি অনুষ্ঠানের সূচনায় মশালটি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন । অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা . মানিক সাহা বলেন , আজ অত্যন্ত আনন্দের দিন । চতুরঙ্গ ( দাবা ) খেলার উৎপত্তি হয়েছিল আমাদের দেশ ভারতবর্ষে । আজ এই প্রথম আমাদের দেশ দাবা অলিম্পিয়াড আয়োজন করার সুযোগ পেয়েছে ৷ মুখ্যমন্ত্রী বলেন এই দাবা অলিম্পিয়াড উপলক্ষে দেশের সব রাজ্যে এই মশাল নিয়ে যাওয়ার পরিকল্পনার মধ্য দিয়ে দেশের প্রত্যেকটি রাজ্যকে একই সূত্রে গাঁথার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রয়াস প্রতিফলিত হয় । মুখ্যমন্ত্রী বলেন , পড়াশুনার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজন । কারণ দৈহিক ও মানসিক বিকাশ খেলাধুলা ছাড়া সম্ভব নয় । তিনি আরও বলেন , দাবা খেলাকে বিদ্যালয়ে অন্তর্ভুক্ত করা হলে ছাত্রছাত্রীদের বুদ্ধির বিকাশ খুব সহজেই ঘটরে । কারণ দাবা খেলার মধ্য দিয়ে মস্তিষ্কের অনুশীলন হয় । তিনি বলেন , রাজো দাবা সহ অন্যানা খেলাধুলাকে আরও বেশি করে প্রসারিত করার জন্য রাজ্য সরকারের প্রয়াস সর্বদা অব্যাহত থাকবে । অনুষ্ঠানে আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার ভারতে আসন্ন দাবা অলিম্পিয়াড আসর সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন । রাজ্যেও দাবা খেলার আরও প্রসার ঘটবে বলে তিনি আশা ব্যক্ত করেন । অনুষ্ঠানের সভাপতি তথা পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব বলেন দাবা খেলার মাধ্যমে মেধার এবং মানসিক বিকাশ ঘটে । শারীরিক এবং মানসিক বিকাশের মাধ্যমে একটি সুস্থ এবং সুন্দর সমাজ এবং রাজ্য গড়ে উঠে । অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব শরদিন্দু চৌধুরী । স্বাগত বক্তব্য রাখেন অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের সভাপতি প্রশান্ত কুণ্ডু । অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন । অনুষ্ঠানের শেষ পর্বে মুখ্যমন্ত্রী দাবা অলিম্পিয়াডের এই ঐতিহাসিক মশাল অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের সভাপতিকে হস্তান্তর করেন । তিনি আবার এই মশালটি গ্রান্ডমাস্টার মিত্রাভ গুহকে হস্তান্তর করে দেন । অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বার্তা এবং দাবা অলিম্পিয়াডের হাইলাইটস সম্বলিত একটি তথ্যচিত্র উপস্থাপনা করা হয় । এছাড়া অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয় ।



