Thursday, December 4, 2025
বাড়িখবরখেলা৪৪ তম চেস অলিম্পিয়াড কে সামনে রেখে রবিবার শুরু হলো দু'দিন ব্যাপী...

৪৪ তম চেস অলিম্পিয়াড কে সামনে রেখে রবিবার শুরু হলো দু’দিন ব্যাপী দাবা প্রতিযোগিতা

৪৪ তম চেস অলিম্পিয়াড কে সামনে রেখে রবিবার থেকে এন.এস.আর.সি.সি হলে অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন আন্ডার দ্যা এজেস অফ অল ইন্ডিয়া চেস ফেডারেশনের উদ্যোগে শুরু হলো দু’দিন ব্যাপী দাবা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় মোট উভয় বিভাগে ১৫০ জন খেলোয়াড় অংশ গ্রহন করে। রাজ্যস্তরীয় এই প্রতিযোগিতা থেকে বাছাই করে ২ জন বালক ও বালিকা পাশাপাশি সরকারি স্কুল থেকে বাছাই করে ১ জন বালক ও ১ জন বালিকাসহ মোট ৬ জন দাবাড়ু কে জাতীয় আসরে পাঠানো হবে। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের কর্মকর্তা বলেন আগামী ২৮শে জুলাই থেকে ১০ই আগস্ট পর্যন্ত চেন্নাই শহরে শুরু হতে চলেছে ৪৪ তম চেস অলিম্পিয়াড, এই প্রতিযোগিতা আসরকে কেন্দ্র করে সারা দেশে চলছে u-15 দাবা প্রতিযোগিতা, তারই পরিপ্রেক্ষিতে রাজ্যেও আয়োজিত হয়েছে দাবা প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতায় দেড়শ জন দাবারু অংশগ্রহণ দেখে তিনি খুশি ব্যক্ত করেন রাজ্যের ছাত্র-ছাত্রীদের মধ্যে দাবা খেলা নিয়ে উৎসাহ পরিলক্ষিত করায়। এদিনের প্রতিযোগিতাকে কেন্দ্র করে খেলোয়াড়দের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 + 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য