Thursday, December 4, 2025
বাড়িখবরখেলাআইপিএলে রূদ্ধশ্বাস ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিল দিল্লি ক্যাপিটালস।

আইপিএলে রূদ্ধশ্বাস ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিল দিল্লি ক্যাপিটালস।

১৭ রান জয় পন্থের দলের। একইসঙ্গে প্লে অফের অনেক কাছে চলে এল তারা। এক নজরে দেখে নেওয়া যাক আজকের আইপিএল হাইলাইটস

প্রথমে ব্য়াট করে বোর্ডে ১৫৯ রান তুলে নিয়েছিল দিল্লি ক্য়াপিটালস। ৬৩ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন মিচেল মার্শ। ১৬০ রান তাড়া করে ব্য়াট করতে নেমেছিল দিল্লি ক্য়াপিটালস। আগের ২ ম্যাচে টানা অর্ধশতরান হাঁকানো জনি বেয়ারস্টো এদিনও দারুণ শুরু করবেন, এই আশাতেই বুক বেঁধেছিল পাঞ্জাব সমর্থকরা। শুরুটাও দারুণ করেছিলেন। কিন্তু ১৫ বলে ২৮ রান করে ফিরে গেলেন নোখিয়ার বলে আউট হয়ে। চারটে বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি হাঁকান বেয়ারস্টো। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ১৯ রান করেন শিখর ধবন। তাঁকে ফিরিয়ে দেন শার্দুল ঠাকুর। পাঞ্জাবের মিডল অর্ডার এদিন পুরো ফ্লপ। ভানুকা রাজাপক্ষে মাত্র ৪ রান করে ফিরে যান। জীতেশ শর্মা ৪৩ রান করেন। শেষ পর্যন্ত ১৪২ রানে আটকে যায় পাঞ্জাবের ইনিংস। এই জয়ের ফলে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট হয়ে গেল দিল্লির।

রাহানের আইপিএল শেষ

শেষ ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে ওপেনিংয়ে নেমেছিলেন রাহানে। তাঁর সঙ্গে ওপেনে ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। সেই সময়ই রান নেওয়াকালিন হ্যামস্ট্রিংয়ে চোট পান রাহানে। পাওয়ার প্লে-র মধ্যেই সেই চোট পান তিনি। এরপর দীর্ঘ সময়ে মাঠেই প্রাথমিক চিকিৎসা চলে অভিজ্ঞ এই তারকার। এরপর আরও কিছুক্ষণ খেলা চালিয়ে গেলেও বেশ অস্বস্তিতে ছিলেন রাহানে। শেষ পর্যন্ত ক্যাচ আউট হয়ে ফেরেন তিনি।

মুম্বই শিবিরে আকাশ মাধওয়াল

চোট পেয়ে আগেই ছিটকে গিয়েছিলেন সূর্যমুকুমার যাদব। এবার আইপিলে তাঁর পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) স্কোয়াডে ঢুকে পড়লেন আকাশ মাধওয়াল। রোহিত শর্মার দলের নেট বোলার হিসেবে টুর্নামেন্টের শুরু থেকেই ছিলেন আকাশ। অবশেষে দলেও ঢুকে পড়লেন তিনি।

আকাশ একজন ডানহাতি মিডিয়াম পেসার। উত্তরাখণ্ডের এই ক্রিকেটার রাজ্য দলের হয়ে তিন ফর্ম্যাটেই খেলেছে। ২০১৯ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় আকাশের। এবার আইপিএল শুরুর আগে প্রি-সিজন ক্যাম্পে মুম্বই তাদের দলে নিয়েছিল আকাশকে। নেট বোলার হিসেবে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন আকাশ। এবার মূল স্কোয়াডেও ঢুকে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন এই তরুণ।

২ তরুণ ক্রিকেটারই নজরে সৌরভের

তরুণ ২ ক্রিকেটারই এই মুহূর্তে নজরে রয়েছে বিসিসিআইয়ের। এক সাক্ষাৎকারে সেই কথাই জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে এবারের আইপিএলে নজর কাড়া উমরান মালিক ও রাজস্থান রয়্যালসের বোলার কুলদীপ সেন রয়েছেন এই তালিকায়। বোর্ড সভাপতি এক সাক্ষাৎকারে বলেন, ”কতজন ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতিতে বল করতে পারে? আমি খুব একটা অবাক হব না যদি খুব তাড়াতাড়ি উমরান জাতীয় দলে সুযোগ পায়। আমাদেরও অনেক যত্নবান হতে হবে তাঁকে ব্যবহার করা নিয়ে। আমার মনে হয় কুলদীপ সেনও রয়েছেন তালিকায়। টি নটরাজনও কামব্যাক করতে পারবে দুর্দান্তভাবে। আমাদের কাছে বুমরা ও শামি তো রয়েইছে। বাকিটা আমার মনে হয় নির্বাচকদের ওপরই।”

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য