বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৬ই জানুয়ারি…. জাতীয় স্তরে কুরাশ প্রতিযোগিতায় স্বর্ণপদক প্রাপ্ত খোয়াই বনকর এলাকার পূর্ণিমা বর্মনকে সংবর্ধনা দিলেন খোয়াই পুর পরিষদ।গত ৮ই জানুয়ারি থেকে ১১ ই জানুয়ারি পর্যন্ত বিহারের পাটনা সহরের পাটলিপুত্র স্পোর্স ষ্টেডিয়ামে শুরু হয়েছিল ১৩ তম জুনিয়র জাতিয় স্তরে কুরাশ প্রতিযোগিতা২০২৬। এবং এই প্রতিযোগিতায় বালিকা দলের ৪০ কেজি বিভাগের এই প্রতিযোগিতায় স্বর্ন পদক পেয়ে রাজ্য সহ খোয়াই জেলার নাম উজ্জ্বল করল খোয়াই বনকর এলাকার ১৭ বছরের মেয়ে পুর্নিমা বর্মন। সেই খুসিতে শুক্রবার বিকেলে খোয়াই পুর পরিষদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এই দিন পুর পরিষদের চেয়ারম্যানের অফিস রুমে পুর্নিমাকে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি আরো ছয় জনকে সংবর্ধনা প্রদান করা হয় য়ারা রাজ্য ভিত্তিক কুরাশ প্রতিযোগিতায় স্বর্ন পদক পেয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সহ খোয়াই পুর পরিষদের সি ই ও অর্থাৎ খোয়াই মহকুমা শাসক নির্মল কুমার,সমাজ সেবি বিনয় দেববর্মা, সমির কুমার দাস খোয়াই জিলা পরিষদের সদস্য অনুকুল দাস সহ পুর কাউন্সিলরা। শেষে স্বর্ন পদক প্রাপ্ত পুর্নিমা বর্মনকে উত্তরিও পরিয়ে ফুলের তোড়া এবং মেমেন্টো দিয়ে সংবর্ধনা প্রদান করেন চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা। এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলে পুর্নিমার জন্য আজ খোয়াই বাসি সহ আমরা খুবই গর্বিত। পাশাপাশি এই খেলোয়াড়দের উৎসাহিত করতে এবং অনুশীলন করার জন্য যাকিছু দরকার তা ব্যবস্থা করে দেবার প্রতিশ্রুতি দেন পুর পরিষদের সি ই ও তথা খোয়াই মহকুমা শাষক নির্মল কুমার। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সবাই পুর্নিমা সহ সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।তারা এও বলেন পুর্নিমা বর্মন এর মত খেলোয়াড়দের জন্য আজ খোয়াই বাসি হিসেবে সবাই গর্বিত এবং তাদের কারনে দেশের মধ্যে খোয়াই সহরের নামটি উজ্জ্বল হল। তাইতো বলা হয় সাংস্কৃতিক ও কৃষ্টির সহর হল খোয়াই।এই কচি কাচারা নতুন করে দেখিয়ে দিল যে আদতে ওরা সাংস্কৃতিক শহর হিসেবে পরিচিত খোয়াই মহকুমার সন্তান। তাদের জন্য আজ গর্বিত খোয়াই বাসি ।সাধু পুর্নিমা বর্মন তুমাকে।



