Wednesday, January 7, 2026
বাড়িখবরখেলাদিল্লিতে অনুষ্ঠিতব্য ২৯তম জাতীয় যুব দিবসে অংশগ্রহণকারী রাজ্যের যুবক-যুবতীদের শুভেচ্ছা জ্ঞাপন ক্রীড়ামন্ত্রীর

দিল্লিতে অনুষ্ঠিতব্য ২৯তম জাতীয় যুব দিবসে অংশগ্রহণকারী রাজ্যের যুবক-যুবতীদের শুভেচ্ছা জ্ঞাপন ক্রীড়ামন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার প্রয়াস নিয়েছেন। বর্তমান প্রজন্মের যুবক-যুবতীদের চিন্তা ভাবনা, সৃজনশীলতা, দৃঢ় মানসিকতা ও কল্পনায় এই ভারত গড়ে উঠবে। আজকের যুবক-যুবতীরা যে ভারত দেখতে চায় কেন্দ্রীয় সরকার ২০৪৭ সালের মধ্যে সে ভারত গড়ার প্রচেষ্টা নিয়েছে। এ লক্ষ্যেই এ বছরের ২৯তম জাতীয় যুব উৎসবে “ইয়ং লিডার্স ডায়লগ” অন্তর্ভুক্ত করা হয়েছে। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিস্কু রায় আজ উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে নতুন দিল্লিতে অনুষ্ঠিতব্য ২৯তম জাতীয় যুব উৎসবে অংশগ্রহণকারী মোট ৬২ জন যুবক-যুবতীকে শুভেচ্ছা জ্ঞাপন করে একথা বলেন। এই ৬২ জন শিল্পী রাজ্যস্তরের বিভিন্ন ইভেন্টে প্রথম স্থান অর্জন করেছিল। আজ বিকেলে তারা রেলপথে নতুন দিল্লির উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করবে। তারা আগামী ১০ থেকে ১২ জানুয়ারি এই তিনদিন নতুন দিল্লির ভারত মন্ডপম-এ অনুষ্ঠিতব্য ২৯তম জাতীয় যুব উৎসবে অংশ নেবে। শিল্পীগণ কালচারাল, পেইন্টিং, মডেল ডিজাইন ফর ভারত এবং বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ-এ অংশ নেবে। এই অভ্যর্থনা অনুষ্ঠানে সকল শিল্পীদের শুভেচ্ছা জ্ঞাপন করে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিস্কু রায় তাদের সফলতা কামনা করেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রক এই উৎসবের আয়োজন করবে। উৎসবে দেশের বিভিন্ন রাজ্য থেকে যুবক-যুবতীগণ অংশ নেবে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বিকশিত ভারত গড়ার লক্ষ্যে উপস্থিত যুবক-যুবতীদের সাথে মতবিনিময় করবেন। ক্রীড়ামন্ত্রী উপস্থিত যুবক-যুবতীদের উদ্দেশ্যে বলেন, নতুন দিল্লিতে আমরা রাজ্যের কৃষ্টি, সংস্কৃতি, চিন্তাধারা, পরম্পরা প্রভৃতি তুলে ধরব। তবে শুধু উপস্থাপন করলে হবে না, সেটা মন থেকে হৃদয় থেকে করতে হবে। দেশে বহু প্রতিভাবান যুবক-যুবতী রয়েছে। বহিরাজ্যের যে সকল যুবক-যুবতী ভাল কিছু করবে সেটা তোমাদের শিখতে হবে। উৎসবে রাজ্যের মুখ উজ্জ্বল করতে হবে। তিনি বলেন, ভারত আজ এগিয়ে চলেছে। সেই সাথে রাজ্যও আজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। রাজ্যের অন্যান্য পরিষেবার সাথে রেল পরিষেবা দেখলে আজ তা অনুধাবন করা যায়। নেশার প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, নেশা বন্ধ করার জন্য সবাইকে সংকল্প গ্রহণ করতে হবে। ক্রীড়া দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী ২৯তম জাতীয় যুব উৎসবের বিভিন্ন ইভেন্টের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি দিল্লিতে অবস্থানকালে যুবক-যুবতীদের আধিকারিকদের পরামর্শ মেনে সুশৃঙ্খলভাবে থাকার পরামর্শ দেন। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত আজকের শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা এল ডার্লং, মাই ভারত পোর্টালের অধিকর্তা (ত্রিপুরা) বি পি শাহ সহ যুব ও ক্রীড়া দপ্তরের পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen + 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য