Sunday, December 28, 2025
বাড়িখবরখেলাস্পোর্টস কাউন্সিল অফিসে ত্রিপুরা রেফারি এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

স্পোর্টস কাউন্সিল অফিসে ত্রিপুরা রেফারি এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

রবিবার স্পোর্টস কাউন্সিল অফিসে নতুন কমিটি গঠন করা নিয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ত্রিপুরা রেফারি এসোসিয়েশনের। এই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী। ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি মানিক দে সম্পাদক নারায়ণ দে সহ অন্যান্যরা। প্রসঙ্গত ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল, তার সঠিক তারিখ পাওয়া না গেলেও এটি ত্রিপুরার ফুটবল কাঠামোয় একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন -এর অধীনে পরিচালিত হয়, যা ১৯৬০ এর দশকের শেষভাগ থেকে সক্রিয় ছিল বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত। সম্ভবত ১৯৬৮ সালে গঠিত হয়েছিল বলে জানা যায়। রাজ্যের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রাজ্যের রেফারিদের ও। একটা সময় ছিল যখন রাজ্যের ব্যাপারে সুনামের সঙ্গে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে ও তাদের দক্ষতা প্রদর্শন করেছে। বর্তমানে ও রাজ্যের রেফারিরা ফুটবল মাঠে ভালোভাবে খেলা পরিচালনা করে চলেছে। আজকের এই বৈঠকে জেলার বিভিন্ন রেফারিরা তাদের মতামত তুলে ধরেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য