Sunday, December 21, 2025
বাড়িখবরখেলাআগামী একুশে ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে আগরতলা প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

আগামী একুশে ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে আগরতলা প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

আগরতলা, ১৮ ডিসেম্বর।।আগামী ২১ ডিসেম্বর আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আগরতলার ক্ষুদিরাম বসু স্কুল গ্রাউন্ডে সকাল দশটা থেকে শুরু হবে। তবে ক্লাবের সদস্য-সদস্যা এবং তাঁদের পরিবার-পরিজনদের অবশ্যই সকাল সাড়ে নয়টার মধ্যে রিপোর্ট করতে অনুরোধ জানানো হয়েছে। ‌ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবারকার এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সর্বস্তরের অংশগ্রহণকারীদের জন্য নয়টি পৃথক পৃথক বিভাগে কুড়িটি ইভেন্টে প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। এক্ষেত্রে রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর থেকেও প্রয়োজনীয় সহযোগিতা নেওয়া হচ্ছে। প্রতিযোগিতা শেষে মাঠেই বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের সভাপতি প্রণব সরকার, সহ-সভাপতি শ্রীমতি চিত্রা রায়, সম্পাদক রমাকান্ত দে এবং স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ এবং ক্লাবের কার্যকরী কমিটির সকল সদস্য- সদস্যাবৃন্দ উপস্থিত থাকবেন। ‌ আজ, বৃহস্পতিবার দুপুরে আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হল-এ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিস্তারিত জানানো হয়। সাংবাদিক সম্মেলনে স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ, কনভেনর তথা ক্লাবের জয়েন্ট সেক্রেটারি অভিষেক দে, জয়েন কনভেনর তথা কোষাধ্যক্ষ রঞ্জন রায়, সুপ্রভাত দেবনাথ, কার্যকরী সদস্য সন্তোষ গোপ, স্পোর্টস কমিটির সদস্য শিসান চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য