বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৪শে জুলাই……বৃহস্পতিবার থেকে শুরু হল খোয়াই জেলা ভিত্তিক আন্ত স্কুল সুব্রত মুখার্জী কাপ ফুটবল প্রতিযোগিতা। বৃহস্পতিবার দুপুর ১২ টায় খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সিনথেটিক ফুটবল মাঠে এই প্রতিযোগিতা শুরু হয়। তাতে অংশগ্রহণ করেন খোয়াই জেলা থেকে ৩০টি দল এই প্রতিযোগিতায় । পাশাপাশি খোয়াই মহাকুমা থেকে ২৩টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ।তবে তার মধ্যে লক্ষ্য নিয় বিষয় হলো সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতায় খোয়াই মহাকুমা থেকে এই প্রথম ২৩টি দল অংশগ্রহণ করে যা এক ঐতিহাসিক ঘটনা। এর আগে খোয়াই মহকুমা থেকে এত বড় দল তৈরি হয়নি কখনো সুব্রত কাপ ফুটবল খেলায়।
এই খেলাতে অনুর্ধ পনের এর ১৫টি ছেলেদের দল এবং অনূর্ধ্ব ১৭ বালিকা ও অনূর্ধ্ব ১৭ ছেলেদের দল এই খেলায় অংশগ্রহণ করে। এই দিন
এই খেলার উদ্বোধন করেন খোয়াই জিলা পরিষদের সদস্য অনুকুল দাস, এছাড়া উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর কুমার দাস, বিশিষ্ট সমাজসেবী রঞ্জন দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। খেলার সুরুতে সমস্ত অতিথিরা খেলোয়াড়দের সাথে করমর্দন করে পরিচিত হন।উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খোয়াই জিলা পরিষদের সদস্য অনুকূল দাস বলেন সুব্রত মুখার্জি টুর্নামেন্টটি আজ আন্তর্জাতিক খেলায় রুপ নিয়েছে। এটি একটি মর্জাদা পূর্ন আন্ত স্কুল ফুটবল প্রতিযোগিতা হিসাবে পরিচিত।এই খেলাটি আজ থেকে ৬৫ বছর আগে অর্থাৎ ১৯৬০ এই খেলাটি সুরু হয়েছিল সুব্রত মুখার্জি টুর্নামেন্ট হিসেবে।ভারত বর্ষের বিমান বাহিনীর এয়ার মার্শাল ছিলেন সুব্রত মুখার্জি। উনার নামাকরনেই এই খেলাটি ভারতের জনপ্রিয় খেলা হিসাবে পরিচিত লাভ করে। তাতে ভারতের তৃনমূল স্তরের খেলোয়ারদের উৎসাহিত করার জন্য এই খেলাটি প্রতিষ্ঠিত হয়েছিল।আজ এই টুর্নামেন্টেটি আন্তর্জাতিক টুর্নামেন্ট হিসেবে রুপ নিয়েছে। এশিয়া মহাদেশের বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা এই খেলাতে যোগাযোগ করে বলে জানান খোয়াই জিলা পরিষদের সদস্য অনুকূল দাস।এই দিন উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন তেলিয়ামুড়া মহকুমা বনাম খোয়াই মহাকুমার অনূর্ধ্ব ১৫ মেয়েদের দল।