আগরতলা, ১৩ জুলাই।। প্রথমবারের মতো আয়োজিত প্রেসক্লাব প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্টে ওয়ারিয়র্স টিম চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স খেতাব পেয়েছে প্যানথার্স টিম। জয়, পরাজয়, চ্যাম্পিয়ন, রানার্স বিষয়গুলোর যথেষ্ট গুরুত্ব রয়েছে, তবে দিনভর কলম-ক্যামেরা ব্যাগে রেখে ফুটবল নিয়ে প্রতিযোগিতমূলক ক্রীড়া বিনোদনের আনন্দটাই আলাদা। সকাল সাড়ে নয়টায় স্থানীয় ক্ষুদিরাম বসু মেমোরিয়াল স্কুল গ্রাউন্ডে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সুমন ঘোষের নেতৃত্বাধীন ফাইটার্স টিম ন্যূনতম গোলে লায়ন্স টিমকে পরাজিত করেছে। জয় সূচক গোলটি করেন স্ট্রাইকার অভিজিৎ মজুমদার। দ্বিতীয় ম্যাচটি ওয়ারিয়র্স বনাম প্যান্থার্স-এর মধ্যে গোলশূন্য ড্র তে নিষ্পত্তি হয়েছে। তৃতীয় ম্যাচে প্রসেনজিৎ সাহার নেতৃত্বাধীন লায়ন্স টিম ন্যূনতম গোলে প্যানথার্স টিমকে পরাজিত করে দুর্দান্ত কাম-ব্যাক করেছিল। লায়ন্স-এর কিংকর শীল জয় সূচক গোলটি করেন। ওয়ারিয়র্স বনাম ফাইটার্স এর মধ্যে পঞ্চম ম্যাচটি ফের ১-১ গোলে ড্র-তে নিষ্পত্তি হয়েছে। অমিত দেববর্মা ও সুমন ঘোষ দু-দলের হয়ে দুটি গোল করেন। নিজেদের পরপর দুটি ম্যাচ ড্র হলেও তৃতীয় ম্যাচে মিল্টন ধরের নেতৃত্বাধীন ওয়ারিয়র্স টিম ন্যূনতম গোলে লায়ন্স টিমকে পরাজিত করে সাফল্যের পথ প্রশস্ত করে নেয়। জয় সূচক গোলটি করেন অমিত দেববর্মা। লীগের শেষ ম্যাচে সন্তোষ গোপের নেতৃত্বাধীন প্যান্থার্স টিম ৪-০ গোলের ব্যবধানে ফাইটার্স টিমকে পরাজিত করে রানার্স খেতাব জিতে নেয়। অধিনায়ক সন্তোষ গোপ হ্যাটট্রিক করার মধ্য দিয়ে সর্বাধিক গোলদাতার ট্রফিও পেয়েছেন। অপর গোলটি করেন মেঘধন দেব। ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার পেয়েছেন অমিত দেববর্মা। সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন স্বপন মিয়া। প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার, সহ-সভাপতি শ্রীমতি চিত্রা রায়, সম্পাদক রমাকান্ত দে, সহ-সম্পাদক অভিষেক দে ও কমল চৌধুরী, কোষাধ্যক্ষ রঞ্জন রায়, স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান অলক ঘোষ, স্পন্সরর তথা রাঁধাকৃষ্ণ জুয়েলারির কর্ণধার নারায়ণ দেবনাথ প্রমূখ উদ্বোধনী অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরো টুর্নামেন্টকে প্রাণবন্ত করে তুলেছেন। এক দিবসীয় এই প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট সাফল্যমন্ডিত করে তোলার পেছনে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন, ত্রিপুরা রেফারিস এসোসিয়েশন, শিক্ষা দপ্তর, ক্ষুদিরাম বসু মেমোরিয়াল স্কুল কর্তৃপক্ষ, মেডিকেল অ্যাসিস্টেন্সে আইএলএস হসপিটাল, স্পন্সরর হিসেবে স্বপ্ননীর রিয়েলেটর, রাধাকৃষ্ণ জুয়েলারি সহ সংশ্লিষ্ট সকলকে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।