Tuesday, September 17, 2024
বাড়িখবরখেলাশ্যামসুন্দর কোং জুয়েলার্স আয়োজিত চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলের দ্বিতীয় ম্যাচে বড় জয়...

শ্যামসুন্দর কোং জুয়েলার্স আয়োজিত চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেল লাল বাহাদুর ব্যায়ামাগার

ক্রীড়া প্রতিনিধি
দ্বিতীয় ম্যাচে বড় জয় পেলো লালবাহাদুর ব্যায়ামাগার। শুক্রবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনেকটা তান্ডব দেখালেন লাল-‌হলুদ বাহিনীর ফুটবলাররা। জারজুলিয়ানার দলের ফুটবলারদের আক্রমাত্তক ফুটবলের কাছেই মাথা নত করেমাঠ ছাড়লো আসরের সবথেকে দুর্বল দল ফ্রেন্ডস ইউনিয়ন। ‘‌শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’ চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবেল। ম্যাচে লালবাহাদুর ব্যায়ামাগার ৪-‌০ গোলে বিধ্বস্ত করলো ফ্রেন্ডস ইউনিয়নকে। ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের লাল বিয়াক মোয়ানা। এদিন ম্যাচের শুরু থেকেই ক্রমাগত আক্রমণ করতে থাকেন লালবাহাদুরের ফুটবলারা। ‌জেইলস রাইদের ক্রমাগত আক্রমণে দিশেহারা হয়ে পড়েন ফ্রেন্ডস ইউনিয়নের রক্ষণভাগের ফুটবলাররা। ক্রমাগত আক্রমণ করলেও শুরুতে গোল পায়নি লালবাহাদুর। গোলের জন্য অপেক্ষা করতে হয় ৪৩ মিনিট। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে লালবাহাদুরকে এগিয়ে দেন ভানলাল থামোয়ানা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ব্যবধান বাড়ানোর জন্য আক্রমণের গতি বাড়ান লালবাহাদুর। ক্রমাগত আক্রমণে চিড় ধরে ফ্রেন্ডসের রক্ষণভাগে। ৭৫ মিনিটে নিজের এবং দলের পক্ষে দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান ভানলাল থামোয়ানা। গোল পেতেই দ্বিগুন উৎসাহে আক্রমনের গতি আরও কয়েকগুন বাড়িয়ে দেন জারজুলিয়ানার ফুটবলাররা। ৮১ এবং ৮৩ মিনিটে পর পর দুটি গোল করে লিগে লালবাহাদুরের প্রথম জয় নিশ্চিত করে দেন লাল বিয়াক মোয়ানা। রেফারি পল্লব চক্রবর্তী হলুদ কার্ড দেখান দুদলের তিন ফুটবলারকে। আসরে ২ ম্যাচ খেলে লালবাহাদুরের পয়েন্ট ৪ এবং ফ্রেন্ডস ইউনিয়ন ৩ ম্যাচ খেলে ঝুলিতে কোনও পয়েন্ট নেই।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য