Sunday, December 22, 2024
বাড়িখবরখেলাএন্টি ড্রাগ সোসাইটি খোয়াই বিএসএফ ব্যাটেলিয়ানের উদ্যোগে আয়োজিত একমাস ব্যাপি নক আউট...

এন্টি ড্রাগ সোসাইটি খোয়াই বিএসএফ ব্যাটেলিয়ানের উদ্যোগে আয়োজিত একমাস ব্যাপি নক আউট ফুটবল খেলার সমাপ্তি হলো ।

বাসুদেব ভট্টাচার্জী খোয়াই ৩১শে আগস্ট… দীর্ঘ এক মাস ব্যাপী আশারাম বাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর মাঠে চলছিল নকআউট ফুটবল প্রতিযোগিতা । এই প্রতিযোগিতামূলক ফুটবল খেলার আয়োজক ছিল এন্টি ড্রাগ সোসাইটি আশারাম বাড়ী এবং সহযোগিতায় ছিলেন ১১৯ নং ব্যাটালিয়ন বি এস এফ । মোট 26 টি দলকে নিয়ে এই খেলা শুরু হয় এক মাস আগে শনিবার ছিল এই নকআউট ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অর্থাৎ ফাইনাল খেলা। এই দিন চূড়ান্ত ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা ছিল চরম উত্তেজনাপূর্ণ। কমলপুর মহাবীর চা বাগান একাদশ বনাম চামু বস্তি একাদশের মধ্যে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রায় দশ হাজার উৎসাহিত দর্শক আজকের এই উত্তেজনাপূর্ণ খেলা উপভোগ করে । মূলত পশ্চিমা আদিবাসী অংশের জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। উক্ত ফাইনাল খেলার প্রথমার্ধে গোল শূন্য ছিল এবং দ্বিতীয়ার্ধের অর্থাৎ কুড়ি মিনিটের মাথায় গোল করেন সারান দেববর্মা চামু বস্তি একাদশের হয়ে। শেষ পর্যন্ত খেলা ১/০ গোলে এই ফাইনাল খেলায় জয়লাভ করে চামু বস্তি একাদশ। বিকেল চারটায় খেলার উদ্বোধন করেন রাজ্য সরকারের মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয় উপস্থিত ছিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা , খোয়াই মহকুমা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সমীর কুমার দাস এবং ১১৯ নং বিএসএফ এর এসিস্ট্যান্ট কমান্ডেন্ট সন্তোষ কুমার সহ অন্যান্য অতিথিবৃন্দরা। খেলা শেষে অতিথিবৃন্দ খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সব মিলিয়ে আজ আশারামবাড়ী এলাকা আশারাম বাড়ি এন্টি ড্রাগস এবং ১১৯ নাম্বার বিএসএফের ব্যবস্থাপনায় নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলাকে কেন্দ্র করে জমজমাট ছিল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 + ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য