উমাকান্ত মাঠে অনুষ্ঠিত নিজেদের লিগের প্রথম ম্যাচে তারা ২-০ গোলে হারিয়ে দেয় ফ্রেন্ডস ইউনিয়নকে। ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন টাউন ক্লাবের রক্ষণভাগের স্তম্ভ রতন কিশোর জমাতিয়া। বহিরাজ্যের এবং স্থানীয় ফুটবলারদের নিয়ে গড়া টাউন ক্লাব যোগ্য দল হিসাবেই জয় পায় শনিবার। খেলার শুরু থেকেই তঁাদের আক্রমণের সংখ্যা বেশী থাকলেও প্রথম গোলটির জন্য অপেক্ষা করতে হয়েছে ২৭ মিনিট। বক্সের মধ্যে জন দেববর্মা বল পেয়ে সাজিয়ে দেন সতীর্থ বয়ার জমাতিয়াকে। বয়ার বিপক্ষের জালে বল ঠেলতে কোনও ভুল করেননি। ১-০ গোলে এগিয়ে যায় টাউন ক্লাব। গোল হজমের পর কিল্লার স্থানীয় ফুটবলারদের নিয়ে গড়া ফ্রেন্ডস ইউনিয়ন বিক্ষিপ্ত কয়েকটি আক্রমন করলেও গোল করতে ব্যর্থ হয়। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে মাঠে ছাড়ে টাউন ক্লাব। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের জন্য ঝাপায় টাউন। ওই অর্ধে ৯ মিনিটে পেনাল্টি থেকে দিনের সহজ সুযোগটি অপচয় করেন টাউন ক্লাবের জন দেববর্মা। তঁার নেওয়া শট ডানদিকে ঝাঁপিয়ে ধরে নেন ফ্রেন্ডস ইউনিয়নের গোলরক্ষক লিটন জমাতিয়া। দ্বিতীয়ার্ধের ২৭ মিনিটে দ্বিতীয় তথা বিজয়ী দলের পক্ষে শেষ গোলটি করেন শ্রীনম চিত্তরঞ্জন। ব্যবধান বেড়ে হয় ২-০ । এরপর দু-দলের ফুটবলাররা অপরিকল্পিত ফুটবল খেললেও কোনও গোল করতে পারেনি। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় তুলে নিয়ে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে টাউন ক্লাব। রেফারি পল্লব চক্রবর্তী তিনটি হলুদ কার্ড দেখান।