Sunday, December 22, 2024
বাড়িখবরখেলাদীর্ঘ ৬ বছর পর মাঠে ফিরলেন রেফারী রক্তিম সাহা

দীর্ঘ ৬ বছর পর মাঠে ফিরলেন রেফারী রক্তিম সাহা

অবশেষে মাঠে ফিরলেন রেফারি রক্তিম সাহা।দীর্ঘ ছয় বছর বাদে মাঠে ফিরলেন জাতীয় রেফারি রক্তিম সাহা। ২০১৮ সালে চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগে এগিয়ে চলো সংঘ ও টাউন ক্লাবের ম্যাচে বাঁশি বাজিয়েছিলেন রাজ্যের জাতীয় মানের রেফারি রক্তিম সাহা৷ এই ম্যাচেই তৎকালীন সময়ে টাউন ক্লাবের টিম ম্যানেজার তপন সাহা ও ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারি রক্তিম সাহার সাহার মধ্যে পেনাল্টিকে নিয়ে বিবাদ তৈরি হয়েছিল। দুইজনকে সাসপেন্ড করা হয়েছিল।এই বিবাদকে কেন্দ্র করে দীর্ঘ ৬ বছর মাঠে বাঁশি বাজাননি রক্তিম সাহা। অবশেষে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের বর্তমান কমিটির যুগ্ম সচিব তথা তৎকালিন সময়ে টাউন ক্লাবের টিম ম্যানেজার তপন সাহার আবেদনে মাঠে ফিরে এসেছেন রক্তিম সাহা। শনিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত বি-ডিভিশন লিগে এিপুরা স্পোর্টস স্কুল ও স্কাইলার্কের মধ্যে হওয়া ম্যাচে সহ-কারী রেফারি ছিলেন রক্তিম সাহা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten − nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য