আজ ২১শে জুলাই রাজ্যের ক্রীড়া সাংবাদিকদের জন্য এক উজ্জ্বল দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। কেননা দুপুরে আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হলে বিশাল অংশের ক্রীড়া সাংবাদিক, ক্রীড়া সংবাদদাতা, স্পোর্টস টিভি রিপোর্টার সহ টিভি ক্রীড়া সঞ্চালকদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। এগারো সদস্যের কার্যকরী কমিটির সভাপতি শান্তনু বনিক। দুই সহ সভাপতি দুলাল চক্রবর্তী ও সুভাষ ঘোষ। সম্পাদক সন্তোষ গোপ, দুই যুগ্ম সম্পাদক উমাশনকর ভট্টাচার্য ও মীনাক্ষী ঘোষ। কোষাধ্যক্ষ ইন্দ্রনী দে। কার্যকরী সদস্য দেবব্রত চক্রবর্তী, সজল চক্রবর্তী, অনিমেষ শর্মা ও স্বপন মিয়া। এছাড়া চারটি গুরুত্বপূর্ণ সাব কমিটির কনভেনার পদে এসেছেন ফুটবলে অনিমেষ শর্মা , ক্রিকেটে শিশান চক্রবর্তী,ইনডোর গেমস এ রশ্মি শীল এবং সোস্যাল মিডিয়া ইনচার্জ স্বরূপা নাহা। এছাড়া জেনারেল মেম্বার হিসেবে রয়েছেন কান্তি বর্ধন, সুমন আচার্য,নারায়ন শীল, কিংকর শীল, অভিষেক সাহা, চন্দ্রিমা সিরকার ও শেষারদী দাসগুপ্ত।