Thursday, October 17, 2024
বাড়িখবরখেলাভালো ফলাফলের আশা নিয়ে বি ডিভিশন ফুটবলে মাঠে নামছে বড়দোয়ালী কল্যাণ সমিতি

ভালো ফলাফলের আশা নিয়ে বি ডিভিশন ফুটবলে মাঠে নামছে বড়দোয়ালী কল্যাণ সমিতি

ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত বি ডিভিশন ফুটবলে এবছরও অংশ নিচ্ছে বড়দোয়ালির কল্যাণ সমিতি। রবিবার ক্লাব গৃহে এক অনুষ্ঠানের মাধ্যমে খেলোয়াড়দের জার্সি প্রকাশ করা হয়।উপস্থিত ছিলেন বিধায়ক দীপক মজুমদার সহ অন্যরা।১৯৫৩ সালে শহর দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী ক্লাব কল্যাণ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল। বিভিন্ন সামাজিক কর্মসূচির পাশাপাশি খেলাধুলায়ও তাদের একটা আলাদা স্থান রয়েছে। ২৭ বছর ধরে তারা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত খেলায় অংশগ্রহণ করে আসছে। কখনো সি ডিভিশন আবার কখনো বি ডিভিশনে তারা অংশগ্রহণ করে।২০১৭ সাল থেকে বি ডিভিশন খেলায় তারা অংশগ্রহণ করে আসছে। এবছরও রাজ্যের ছেলেদের এবং একজন মাত্র বহিরার্জ্যের খেলোয়াড় নিয়ে শক্ত দল গঠন করেছে কল্যাণ সমিতি। কোচ নিযুক্ত হয়েছেন সুবোধ দেববর্মা। খেলোয়াড়দের নিয়ে ইতিমধ্যেই তারা শুরু করে দিয়েছে অনুশীলন। গত বছর তারা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বি ডিভিশন ফুটবলে তৃতীয় স্থান অধিকার করেছিল। এবছরও ভালো খেলা উপহার দেওয়া ও চ্যাম্পিয়ন হওয়ায় তাদের লক্ষ্য বলে জানান কোচ সুবোধ দেববর্মা।রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারের হাত ধরে খেলোয়ারদের হাতে জার্সি তুলে দেওয়া হয়। মেয়র দীপক মজুমদার ছাড়াও এই জার্সি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পোরেটর অভিজিৎ মল্লিক, শম্পা সরকার চৌধুরী, সমাজসেবী সঞ্জয় সাহা সহ ক্লাবের কর্মকর্তারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য