আগরতলা প্রেসক্লারের উদ্যোগ ২০ জুলাই হতে যাচ্ছে আন্তঃমিডিয়া ফুটবল টুর্নামেন্ট।রাজধানীর ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম স্কুল মাঠে হবে প্রতিযোগিতা।মোট সাতটি টিম অংশগ্রহণ করবে। এতে আগরতলা প্রেস ক্লাব থেকে দুটি টিম রয়েছে।বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠানের মধ্যদিয়ে ক্লাবের দুটি ফুটবল দলের জার্সি প্রকাশ করা হয় এবং দুই দলের অধিনায়কের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান সহ অন্যান্যরা। আগরতলা প্রেস ক্লাবের বর্তমান পরিচালন কমিটি ক্রীড়াকে গুরুত্ব দিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করছে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের বিনোদনের জন্য ইতিমধ্যে বেশকিছু ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটি।