রবিবার বিকেলে আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের শিরোপা দখলের লড়াইয়ে মুখোমুখি হয় এগিয়ে চলো সংঘ ও দীর্ঘ ৩১ বছর পর ফাইনালে উঠা রামকৃষ্ণ ক্লাব। তীব্র উত্তেজনাপূর্ণ আর জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে এদিনের ফাইনাল ম্যাচে ১-০ গোলে রামকৃষ্ণ ক্লাবকে পরাজিত করে খেতাব দখলের হ্যাট্রিক করে নেয় এগিয়ে চলো সংঘ। বলা চলে টানা দ্বিতীয় বার চ্যাষ্পিয়নের খেতাব নিয়ে এবার মাঠে নেমেছিল এগিয়ে চলো সংঘ এবং লক্ষ্য ছিল একটাই চ্যাম্পিয়নের হ্যাটট্রিক করা , আর তাতে সাফল্য পেলো এগিয়ে চলো। এদিনের ম্যাচে এগিয়ে চলো সংঘের হয়ে জয় সূচক গোলটি করে নিমা লেপচা। ম্যাচ শেষে চ্যাষ্পিয়ান দলের হাতে ৪০ হাজার টাকা সহ ট্রফি ও রানার্স দলের হাতে ৩০ হাজার টাকা সহ ট্রফি তুলে দেন ফাইনাল ম্যাচের প্রধান অতিথি রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ম্যাচে সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয় এগিয়ে চলো সংঘের গোলরক্ষক বুদ্বু দেববর্মা। এদিনের ম্যাচকে কেন্দ্র করে মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পরার মতো।



