ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত রাখাল শীল্ড নক আউট ফুটবল টুর্নামেন্ট দিয়ে এবারো শুরু হতে চলেছে সিনিয়র ফুটবল মরশুম। আগামী ১৩ আগস্ট থেকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুরু হবে নকআউটের লড়াই। তাই লড়াইয়ের ময়দানে নামার আগে অংশগ্রহণকারী সবগুলি দল ইতিমধ্যে নেমে পড়েছে চূড়ান্ত প্রস্তুতিতে। এক্ষেত্রে পিছিয়ে নেই লালবাহাদুর ব্যয়ামাগারও। রাজ্যের ও বহির রাজ্যের এক ঝাঁক নামি ফুটবলারদের নিয়ে এবছর ব্যালেন্স দল গঠন করেছে লাল বাহাদুর। লক্ষ্য অবশ্যই একটা, ফুটবলের ময়দানে ভালো খেলা উপহার দিয়ে দ্বি মুকুট অর্জন করা। আর সেই লক্ষ্যমাত্রা কে সামনে রেখে লিগ ও নকআউটে ভালো খেলার প্রত্যাশায় বার পুজো দিয়ে অনুশীলনে নেমে পড়ল লাল বাহাদুর। বুধবার সকালে এমনটাই দেখা গেল আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে। ধর্মীয় রীতিনীতি মেনেই এদিন অনুষ্ঠিত হয় লালবাহাদুরের বার পূজা। এতে উপস্থিত ছিলেন ফুটবলাররা সহ ক্লাবের কর্মকর্তারা। রাজ্যের বাইরে অর্থাৎ সিকিম, মনিপুর, কেরালা ও পশ্চিমবঙ্গ থেকে মোট আটজন ফুটবলার রয়েছে লালবাহাদুর দলে। প্রশিক্ষক সুজিত ঘোষের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েই দলের ফুটবলাররা ময়দানে নামবে। প্রাথমিকভাবে এবছর লিগ ও নকআউটের জন্য দল গঠনে প্রায় ১৮ লক্ষ টাকা ব্যায় করছে লাল বাহাদুর। প্রয়োজন বোধে আরো বাড়তে পারে বলে দাবি ক্লাব কর্মকর্তাদের। আগামী ১৬ আগস্ট নক আউটে ফরওয়ার্ড ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে এবছরের ফুটবল মরশুম শুরু করবে লালবাহাদুর ব্যায়ামাগার। জয় দিয়ে অভিযান শুরু করার প্রত্যাশায় বার পূজার মধ্য দিয়ে এখন শুরু হল দলের ফুটবলারদের অনুশীলন প্রক্রিয়া।



