ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত সিনিয়র মহিলা লিগ ফুটবল টুর্নামেন্ট প্রায় অন্তিম পর্যায়ে। এখন চলছে সুপার ফোরের লড়াই। ট্রফি দখলের এই লড়াইয়ে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট ভাগ করে নিয়ে অনেকটা চাপে পড়ে গেল চ্যাম্পিয়নের অন্যতম দাবীদার ত্রিপুরা স্পোর্টস স্কুল। টুর্নামেন্টের সূচি অনুযায়ী বুধবার সকালে আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে সুপার ফোরে জয়ের ধারা অব্যাহত রেখে কেতাবি দৌড়ে নিজেদের কয়েক কদম এগিয়ে রাখার প্রত্যাশা নিয়ে কৈলাশহরের ফুলো ঝানু অ্যাথলেটিকস ক্লাবের মুখোমুখি হয় ত্রিপুরা স্পোর্টস স্কুল। কিন্তু নির্ধারিত সময়ের লড়াইয়ে প্রত্যাশা পূরণ করতে পারেনি স্পোর্টস স্কুলের মেয়েরা। এক সময় ২-১ গোলের ব্যবধানে দল এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি। প্রতি আক্রমণের লড়াইয়ে উভয় দল নির্ধারিত সময়ে দুটি করে গোল করতে সক্ষম হওয়ায় শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করে নিয়েই মাঠ ছাড়ে ফুটবলাররা। আর পয়েন্ট ভাগ হওয়ার ফলে খেতাবি দৌড় থেকে অনেকটা ছিটকে গেল ফুলো ঝানু। সুপার ফোরে দুই ম্যাচে তাদের পয়েন্ট মাত্র এক। অপরদিকে ম্যাচ থেকে সরাসরি জয় ছিনিয়ে নিতে সক্ষম না হলেও পয়েন্ট ভাগ হওয়ার সুবাদে সুপারের দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে লীগ চ্যাম্পিয়নের দৌড়ে টিকে রইল ত্রিপুরা স্পোর্টস স্কুল। এদিনের ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুলের হয়ে ১৫ মিনিটে মারিনা জমাতিয়া ও ৭১ মিনিটে পৃথা ত্রিপুরা দুটি গোল করে। অপরদিকে ফুলো ঝানু অ্যাথলেটিকস ক্লাবের হয়ে ১৬ মিনিটের ঝিমি মলসুম ও ৩২ মিনিটে পাখিলা বুরু দুটি গোল করে।



