Monday, January 12, 2026
বাড়িখবরখেলাহেমন্তের হ্যাট্রিকে মরশুমের তৃতীয় ডিভিশন ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্টে প্রথম বড় জয়...

হেমন্তের হ্যাট্রিকে মরশুমের তৃতীয় ডিভিশন ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্টে প্রথম বড় জয় ছিনিয়ে নিল বিবেকানন্দ ক্লাব

রাজধানী আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে চলছে এখন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এবছরের ঘরোয়া তৃতীয় ডিভিশন ক্লাব লিগ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার সকালে লড়াইয়ের ময়দানে নামে বিবেকানন্দ ক্লাব ও উমাকান্ত কোচিং সেন্টার। নির্ধারিত সময়ের লড়াইয়ে এদিন কার্যত উমাকান্তকে নিয়ে ছিনিমিনি খেলা খেললো বিবেকানন্দের ফুটবলাররা। ম্যাচে বিবেকানন্দ ৮-০ গোলের ব্যবধানে পরাজিত করে উমাকান্ত কে। তাও আবার হেমন্ত দেববর্মার হ্যাট্রিকের সাহায্যে। এদিন প্রথমার্ধের খেলায় বিবেকানন্দ হেমন্তর জোড়া গোলের সাহায্যে ২-০ ব্যবধানে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের দুর্বলতার সুযোগগুলিকে কাজে লাগিয়ে জয় পরাজয়ের ব্যবধান বাড়িয়ে নেয়। ম্যাচে হেমন্তর গোলের হ্যাটট্রিক ছাড়াও জুয়েল দেববর্মা ও মাসুম আহমেদ দুটি করে এবং জুসেফ মারাক একটি করে গোল দেয়। দুই দলের ম্যাচটি এদিন পরিচালনা করেন রেফারি অরিন্দম মজুমদার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য