ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এখন চলছে মরশুমের ঘরোয়া তৃতীয় ডিভিশন ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্ট। এবারের এই টুর্নামেন্টে অংশ নেয় মোট ১২ টি দল। টুর্নামেন্টের সূচি অনুযায়ী শুক্রবার দ্বিতীয় দিন সকালে উমাকান্ত মিনি স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে স্কাইলার্ক ক্লাব ও উমাকান্ত কোচিং সেন্টার। জয় দিয়ে অভিযান শুরু করার লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই এদিন ময়দানে নামে দুই দল। কিন্তু নির্ধারিত সময়ের লড়াইয়ে শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হল স্কাইলার্কের ফুটবলাররা। ম্যাচের স্কাইলার্ক ৫১ গোলের ব্যবধানে পরাজিত করে উমাকান্ত কোচিং সেন্টারকে। প্রথমার্ধের খেলা গোল শূন্য থাকলেও, দ্বিতীয়ার্ধে অনেকটা আক্রমণাত্মক ফুটবল খেলে দলকে জয় এনে দেয় স্কাইলার্কের ফুটবলাররা। গ্রাবিলা রিয়াং এর হ্যাটট্রিকের সাহায্যেই এদিন উমাকান্তকে সহজে ধরাশায়ী করতে সক্ষম হয় স্কাইলার্ক। গ্রাবিলার হেট্রিক ছাড়া জয়ী দলের পক্ষে বাকি দুটি গোল করে গৌরাঙ্গ রিয়াং ও আদি দেববর্মা। অপরদিকে উমাকান্তের পক্ষে একমাত্র গোলটি করে অমিত ঘোষ। সূচি অনুযায়ী শনিবার সকালে এই মাঠে মুখোমুখি হবে বিবেকানন্দ ক্লাব ও ইউ বি এস টি।



