প্রশিক্ষণে ত্রিপুরা রাজ্যের ক্রিকেটারদের নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করব। এখানে ক্রিকেটের পরিবেশ পরিস্থিতি রয়েছে যথেষ্ট। পরিকাঠামোও রয়েছে ভালো। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন রাজ্য ক্রিকেটের দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষক দক্ষিণ আফ্রিকা অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার।রাজ্য ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের কর্মকর্তারা প্রশিক্ষক হিসেবে এবার উড়িয়ে এনেছেন সূদুর দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার কে। বর্তমানে তিনি আগরতলায় অবস্থান করছেন। মঙ্গলবার এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউসে টিসি এর সমস্ত প্রশিক্ষকদের সাথে একমত বিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় রাজ্যের প্রশিক্ষকদের বিভিন্ন বিষয়ে টিপস দিলেন তিনি। শুধু তাই নয়, রাজ্যের প্রশিক্ষকরাও বিশ্বখ্যাত ক্রিকেটারকে কাছে পেয়ে একদিকে যেমন আপ্লুত ঠিক তেমনি তার কাছ থেকে বিভিন্ন বিষয় জেনে নেওয়ার চেষ্টা করে। প্রশিক্ষকদের নিয়ে আয়োজিত মত বিনিময় সভার শেষে টিসিএ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন তিনি। এদিনের এই সাংবাদিক সম্মেলনে ল্যান্স ক্লুজনার ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি তপন লোধ, সহ-সভাপতি তিমির চন্দ, সম্পাদক তাপস ঘোষসহ অন্যান্য কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে ল্যান্স ক্লুজনার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ত্রিপুরার ক্রিকেটারদের মান উন্নয়নে কিভাবে কাজ করার ইচ্ছে রয়েছে তা তুলে ধরেন। তিনি বলেন ত্রিপুরায় ক্রিকেটের পরিবেশ রয়েছে যথেষ্ট। পরিকাঠামোরও কোন অভাব নেই। একে কাজে লাগিয়েই নিজের সেরাটা রাজ্যের ক্রিকেটারদের দেওয়ার চেষ্টা করবেন বলে এদিন জানালেন তিনি।



