আগরতলা, ৯ মে।। মরশুমের প্রথম প্রীতি ফুটবল ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে আগরতলা প্রেসক্লাব। রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন হলেও ম্যাচ ঘিরে টানটান উত্তেজনা ছিল রামঠাকুর বয়েজ স্কুল মাঠে। আয়োজক উদীয়মান সংঘ। আগরতলা প্রেস ক্লাব ন্যূনতম গোলের ব্যবধানে ত্রিপুরা হোলসেল গ্রোসারী মার্চেন্টস্ অ্যাসোসিয়েশন-কে পরাজিত করলেও দর্শকাকীর্ণ মাঠে আসলে জয় হয়েছে ফুটবলের। কেননা ভিন্ন পেশায় সারাদিন নিয়োজিত থাকার পরও বিনোদনের উদ্দেশ্যে একদিন এইভাবে ফুটবলে মনোনিবেশ অতিথিদের পাশাপাশি দর্শকদেরও মন ভরেছে। বিজয়ী আগরতলা প্রেস ক্লাবের পক্ষে সন্তোষ গোপ প্রথমার্ধের ৯ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন। গ্রোসারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন দলের গোলরক্ষক অশোক সাহা দুর্দান্তভাবে পেনাল্টি সহ তিনটি নিশ্চিত গোল রক্ষা করে বেশ নজর কেড়েছেন। দু-দলের পক্ষেই বেশ কয়েকজন অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। খেলা শুরুর আগে প্রীতি ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কর্পোরেটর অঞ্জনা দাস, গ্রোসারি মার্চেন্টস্ অ্যাসোসিয়



