আজ ২৪ জানুয়ারি জাতীয় কন্যা সন্তান দিবস। এই দিনটি ২০০৮ সাল থেকে ভারত সরকার বিশেষ ভাবে পালন করে আসছে। এদিন কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক দেশে লিঙ্গ সমতা সম্পর্কে সচেতনতার বার্তা দিয়ে থাকে দেশবাসীকে। তাছাড়া স্বাধীনতার ৭৫ বছর পরও কন্যা ভ্রূণহত্যা ও কন্যা শিশু হত্যার ঘটনা ঘটেই চলেছে। আজও এই অপরাধ সংগঠিত হচ্ছে দেশের বিভিন্ন কোনায়, নানা ভাবে মানুষকে এর বিরুদ্ধে সতর্ক ও সচেতন করার উদ্দেশেই এই দিবস পালন। পাশাপাশি সচেতনতা প্রচারের জন্য কয়েক বছর ধরে সরকার বিভিন্ন পদক্ষেপ করে আসছে। এই উপলক্ষেই, প্রতি বছর ২৪ জানুয়ারি জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়ে আসছে এবং বিশেষ এই দিনটি সরকার নারী ও কন্যা শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য করা বিভিন্ন প্রকল্পের প্রচার করে থাকে। তার মধ্যে রয়েছে, ‘ বেটি বাঁচাও বেটি পড়াও ‘ কন্যা শিশু বাঁচাও , মেয়েদের জন্য বিনামূল্যে বা কম খরচে শিক্ষ ইত্যাদি। তাছাড়া এদিনটিকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি জুবিন ইরানির উপস্থিতিতে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রাপ্তদের সঙ্গে কথা বলবেন এবং অভিনন্দন জানাবেন বলে জানা এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি জুবিন ইরানির উপস্থিতিতে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রাপ্তদের সঙ্গে কথা বলবেন এবং অভিনন্দন জানাবেন বলে জানা যায়।