করোনা পরিস্থিতির মধ্যেই মহারাষ্ট্রে আজ থেকে খুলছে স্কুল। প্রথম থেকে দ্বাদশ সব শ্রেণির পড়ুয়াই স্কুলে আসতে পারবে বলে জানিয়েছে মহারাষ্ট্র সরকার। স্কুলগুলিকে কোভিড প্রোটোকল যথাযথভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে, কোনও এলাকার স্কুল খোলা হবে কি হবে না, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার স্থানীয় প্রশাসনের। করোনার তৃতীয় ঢেউয়ের প্রভাবে মহারাষ্ট্রে সংক্রমণ বাড়ায় এর আগে স্কুল, কলেজ-সহ বাকি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন। কেননা গত ডিসেম্বরে মহারাষ্ট্রের স্কুলে কার্যত করোনা বিস্ফোরণ ঘটে। সেখানে একসঙ্গে করোনা সংক্রমণ ধরা পড়ে ৫১ জনের। এর মধ্যে ৪৮ জন পড়ুয়া এবং ৩ জন স্কুলের কর্মী। এর আগে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা শুরু হওয়ার আগেই একসঙ্গে এত জন পড়ুয়ার আক্রান্ত হওয়ার খবর মেলে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, সম্প্রতি সব মিলিয়ে স্কুলের ১৯ জন পড়ুয়া করোনায় সংক্রমিত হয়। তাতে আতঙ্কিত হয় স্কুলের ৪৫০ পড়ুয়া এবং কর্মীদের করোনা পরীক্ষা করানো হয়। তাতেই সংক্রমণিতের সংখ্যা একধাক্কায় ৫১০তে গিয়ে ঠেকে। একসঙ্গে এত জন সংক্রমিত হওয়ায় স্কুলটিকে সিল করে দেওয়া হয়েছিল। স্কুল সংলগ্ন ওই এলাকাকে কনটেনমেন্ট জোন ঘোষণা করে স্থানীয় প্রশাসন। আক্রান্তদের মধ্যে যে সমস্ত ছাত্রের গুরুতর উপসর্গ ছিল, তাদের হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের রাখা হয় নিভৃতবাসে। তবে বেশিরভাগ ছাত্রেরই মৃদু উপসর্গ রয়েছে বলে জানা যায়।