Thursday, December 4, 2025
বাড়িখবরদেশ-বিদেশচলে গেলেন এক টাকার ডাক্তার নামে খ্যাত পদ্মশ্রী সুশোভন বন্দ্যোপাধ্যায়

চলে গেলেন এক টাকার ডাক্তার নামে খ্যাত পদ্মশ্রী সুশোভন বন্দ্যোপাধ্যায়

প্রয়াত হলেন এক টাকার ডাক্তার নামে খ্যাত পদ্মশ্রী সুশোভন বন্দোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর, দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভোগার কারনে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি ছিলেন রাঙ্গামাটির রাজপুত্র, কোন একসময়ে বোলপুরের বিধায়ক ছিলেন ডাঃ সুশোভন বন্দোপাধ্যায়। মানুষের সেবাই ছিল তাঁর ব্রত। গরিব মানুষের উপকারে মাত্র এক টাকায় চিকিৎসা করতেন তিনি। ফলে বোলপুর তো বটেই, গোটা বাংলায় ‘এক টাকার ডাক্তার’ নামেই প্রসিদ্ধ ছিলেন সুশোভনবাবু। এই জনদরদী ডাঃ মঙ্গলবার সকাল ১১.২৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন ওনার মৃত্যুতে শোক প্রকাশ করেন রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও। তাঁর মৃত্যুতে বীরভূম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য