Thursday, December 4, 2025
বাড়িখবরদেশ-বিদেশরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন দ্রৌপদী মুর্মু

রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন দ্রৌপদী মুর্মু

১৬ তম রাষ্ট্রপতি হিসাবে আদিবাসী মহিলা দ্রৌপদী মূর্মু রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ২৫ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী এনডি প্রার্থী দ্রৌপদী মূমুর রাষ্ট্রপতি হিসাবে শপথ ও দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। তার বিরুদ্ধে সংযুক্ত বিরোধী দলগুলির প্রার্থী হিসাবে লড়াই করেছেন যশোবন্ত সিনহা। আজ বৃহস্পতিবার নয়াদিল্লীতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা হয়েছে । ভোটের প্রাপ্ত ফলাফল অনুসারে দেশের সংসদের দুই কক্ষ লোকসভা এবং রাজ্য সভার মোট ৭৪৮ জন সাংসদের প্রদত্ত ভোট বৈধ হিসাবে বিবেচিত হয়েছে । তাদের মোট ভোট মূল্যের পরিমান দাঁড়িয়েছে ৫ লক্ষ ২৩ হাজার ৬০০। এরমধ্যে দ্রৌপদী মূর্মু পেয়েছেন ৫৪০ টি ভোট । যশোবন্ত সিন্‌হা পেয়েছেন ২০৮ টি ভোট । সাংসদদের প্রদত্ত ভোটের নিরিখে দ্রৌপদী মূমুর মোট ভোট মূল্য দাঁড়িয়েছে ৩ লক্ষ ৭৩ হাজার। অন্য দিকে যশোবন্ত সিন্হার সাংসদদের প্রদত্ত ভোট মূল্য দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৬০০। নির্বাচিত হওয়ার ফলে দ্রৌপদী মুর্মু দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্থলাভিষিক্ত হবেন । তিনি দেশের ১৬ তম রাষ্ট্রপতি ও দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ববার গ্রহণ করবেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য