Thursday, December 4, 2025
বাড়িখবরদেশ-বিদেশফের কমল দেশের দৈনিক কোভিড সংক্রমণ।

ফের কমল দেশের দৈনিক কোভিড সংক্রমণ।

যদিও গত ২৪ ঘণ্টায় একটু হলেও বেড়েছে দেশের দৈনিক কোভিড মৃত্যু।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২২৬ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২২৬ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৩২৩। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৫। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৪১৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ৩৬ হাজার ৩৭১। এখন ভারতে অ্যাকটিভ কোভিড কেস ১৪ হাজার ৯৫৫।1

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য় অনুযায়ী, দেশে এখন কোভিড থেকে সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ২২০২ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪ লক্ষ ৪২ হাডার ৬৮১টি কোভিড পরীক্ষা হয়েছে। এখন দেশে পজিটিভিটি রেট ০.৫০ শতাংশ।

চলছে টিকাকরণ:
কোভিডের চতুর্থ ঢেউয়ের একটি আশঙ্কা রয়েছে। তার পাশাপাশি সম্প্রতি ওমিক্রনের একটি সাব ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে। এসব দিকে লক্ষ্য রেখেই দেশে দ্রুতগতিতে চলছে কোভিড টিকাকরণ। এখনও পর্যন্ত ১৯২ কোটি ২৮ লক্ষ কোভিড ডোজ দেওয়া হয়েছে সারা দেশে। একই সঙ্গে নাবালকদের কোভিড টিকাকরণও চলছে জোরকদমে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য