মুম্বাই,দিল্লি, চেন্নাই-সহ দেশের সাতটি জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। খবর সূত্রের। চিদম্বরম-পুত্রের বিরুদ্ধে ২০১০ থেকে ২০১৪-র মধ্যে আর্থিক লেনদেনের অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি। এদিকে নতুন করে সিবিআই তল্লাশি প্রসঙ্গে কার্তি চিদম্বরমের প্রতিক্রিয়া, “এতবার তল্লাশি হয়েছে, গোনা ভুলে গেছি।”২০১৯ সালের শুরুতে ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) শাসনের সময় ২০০৭ সালে কেন্দ্রের বিদেশি বিনিয়োগ প্রচার বোর্ড দ্বারা অনুমোদিত বিদেশি বিনিয়োগের অনুমোদন সংক্রান্ত একটি মামলায় কার্তি পি চিদম্বরমের সাথে যুক্ত ১৬ টি সম্পত্তিতে সিবিআই অভিযান চালিয়েছিল।



