Friday, November 22, 2024
বাড়িখবরদেশ-বিদেশকেন্দ্রীয় বাজেট পেশের পর সুর চড়ালেন বিরোধীরা

কেন্দ্রীয় বাজেট পেশের পর সুর চড়ালেন বিরোধীরা

মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট পেশের পর সুর চড়িয়েছেন বিরোধিরা। কংগ্রেসের তরফে বলা হয়েছে এটি সম্পূর্ণভাবে ‘ডিজিটালে মোড়া’ একটি বাজেট। কংগ্রেস (Congress) নেতা রণদীপ সুরজেওয়ালা এই বাজেট নিয়ে টুইটে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগেছেন। তিনি বলেন, ‘অতিমারীর সময় স্বস্তি চাইছিলেন দেশের চাকরিজীবী ও মধ্যবিত্ত শ্রেণি। মুদ্রাস্ফীতি ও বেতন সঙ্কোচনের সময় এটাই ছিল তাঁদের আশা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী তাঁদের গভীরভাবে হতাশ করেছেন। এটা দেশের চাকরিজীবী ও মধ্যবিত্ত শ্রেণির প্রতি বিশ্বাসঘাতকতা। অন্যদিকে, কংগ্রেস সাংসদ শশী তারুর বলেছেন, “কেন্দ্রের এই বাজেটে সাধারণ মানুষের জন্য কিছু নেই. আরও ২৫ বছর অপেক্ষা করতে হবে আচ্ছে দিন আসার জন্য। ভারতের সাধারণ নাগরিকদের জন্য সেই অর্থে কোনও ঘোষণাই করা হল না এই বাজেটে”। অন্যদিকে, বাজেট ২০২২ প্রসঙ্গে কটাক্ষ সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির। তিনি বলেন, “এই বাজেট কার জন্য? ১০ % ধনী মানুষের হাতে দেশের মোট সম্পদের ৭৫ %। নীচের দিকের ৬০% মানুষের হাতে ৫%ও নেই। বেকারত্ব, দারিদ্র, ক্ষুধা ক্রমশ বেড়েছে। কিন্তু তারপরেও এই অতিমারীতে যাঁরা সবথেকে বেশি লাভ করেছেন তাঁদের ওপর কর চাপবে না কেন?’ অন্যদিকে, বাজেট নিয়ে উষ্মাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে তিনি লেখেন, ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট একটা শূন্য মাত্র। বেকারত্ব এবং মুদ্রাস্ফীতিতে এমনিতেই জর্জরিত সাধারণ মানুষ। এই বাজেটে শুধু বড় বড় কথা বলা হয়েছে। কোনওকিছুই কেন্দ্রের এই বাজেটে গুরুত্ব পায়নি, পেগাসাস-স্পিন বাজেট। 

                          

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য