রাজধানীর বনেদি জুয়েলারি সংস্থা স্বর্ন কমল জুয়েলার্স দুর্গাপূজা এবং দীপাবলি উপলক্ষে স্বর্ণ শারদ অর্ঘ্য ও ধনতেরাস ধনসমৃদ্ধি নামক দুটি উৎসবের আয়োজন করেছিলেন, যার মধ্যে সোনার এবং হীরের অলংকার কেনাকাটার উপর ছিল নিশ্চিত উপহার ও লাকি ড্রয়ের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ ছিল। তাছাড়া পুরনো গহনার পরিবর্তে নতুন গহনা কেনার সুযোগের পাশাপাশি ছিল সোনা ও হীরের গহনার মজুরীর উপর ছাড়। আজ অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা প্রেসক্লাবে স্বর্ণ কমল জুয়েলার্স কর্তৃক আয়োজিত স্বর্ণ শারদ অর্ঘ্য ও ধনতেরাস ধন সম্পৃদ্ধি অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজেতাদের মধ্যে পুরস্কার তুলে দেন স্বর্ণ কমল জুয়েলার্স এর কর্ণধার গোপাল চন্দ্র নাগ। এদিন সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে স্বর্ণকমল জুয়েলার্স এর কর্ণধার গোপাল চন্দ্র নাগ সমগ্র রাজ্যবাসীকে ধন্যবাদ জানান এবং আগামী দিনেও যেন রাজ্যবাসীর স্বার্থে এ ধরনের অনুষ্ঠান চালিয়ে যেতে পারেন তার প্রার্থনা কামনা করেন। এদিনের অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত বিজয়ীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।



