এ রাজ্যের সর্বশ্রেষ্ঠ গুণমান সম্পন্ন লংতরাই গুঁড়ো মশলা দেশের গৃহিনীদের প্রতি সম্মান জানিয়ে “লংতরাই গৃহিনী সম্মান – ২০২২” নামাংকৃত এক রেসিপি প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতায় বিজয়িনী গৃহিণীদের ২ রাত্রি ৩ দিন মন্দারমণি সহ দীঘা ভ্রমণের সুযোগ দেওয়া হবে। উক্ত প্রতিযোগিতায় এই রাজ্যের সকল অংশের গৃহিণীরা অংশ গ্রহণ করতে পারবে। সেই ক্ষেত্রে তাদের পছন্দমতো প্রিয় মেনুটি লংতরাই গুঁড়ো মশলা দিয়ে রান্না করে সম্পূর্ণ রন্ধন প্রক্রিয়াটির একটি ছোট ভিডিও করে আমাদের অফিসিয়াল হোয়াটস্যাপ নম্বর ৭০৮৫০৭১৪৪৪ (7085071444) তে পাঠিয়ে দিতে হবে। পাঠানোর সময় অবশ্যই মেনুর নাম , রেসিপি (উপকরণ) অবশ্যই লিখতে হবে এবং সঙ্গে নিজের নাম ও ঠিকানা লিখতে হবে। ভিডিও পাঠানোর শেষ তারিখ ৩০শে, নভেম্বর ২০২২ ইং, সন্ধ্যা ৬টা পর্যন্ত। হোয়াটস্যাপ – এ পাঠানো ভিডিওগুলো প্রতিদিন সন্ধ্যা ৬টায় আমাদের ফেইসবুক পেজ-এ আপলোড করা হবে।
আগামী ১৫ই ডিসেম্বর ২০২২ ইং, সন্ধ্যা ৬টা পর্যন্ত যার ভিডিওতে যত বেশি লাইক ও Views আসবে তাকেই “লংতরাই গৃহিনী সম্মান-২০২২”-এ ভূষিত করা হবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সর্বাধিক ১০জন গৃহিনীকে এই সম্মান প্রদান করা হবে। একজন গৃহিনী শুধুমাত্র একটি রেসিপিই পাঠাতে পারবেন।লাইক পাওয়ার জন্য যদি কেও কোনোরকমের Auto Liker কিংবা কোনো Third Party Application ব্যবহার করে তাহলে গৃহিণীকে Disqualify হিসাবে গণ্য করা হবে। পাশাপাশি পোস্ট -এ যদি কোনো Unauthenticated কিছু পাওয়া যায় সেই ক্ষেত্রেও গৃহিণীকে Disqualify করা হবে। কতৃপক্ষ যেকোনো পরিস্থিতিতে এই প্রতিযোগিতার নিয়মাবলী পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে।



