শারদীয়া দুর্গোৎসবে রাজধানীর বনেদী ক্লাবগুলো মেতে উঠে নিজেদের ক্লাবের পুজোকে সেরার সেরা রূপ দিতে। আর এর মধ্যে যে ক্লাবগুলোর পুজো সর্বশ্রেষ্ঠ হয় সেগুলিকে পুরস্কৃত করার জন্য নানা ধরনের কর্মসূচি করে থাকেন বনেদি সামাজিক প্রতিষ্ঠান কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। যার মধ্যে অন্যতম হলো রাজধানীর স্বর্ণকমল জুয়েলার্স। বলা বাহুল্য স্বর্ণকমল জুয়েলার্স বিগত তিন বছর ধরে আগরতলা পুরো এলাকায় যে সমস্ত ক্লাবগুলি দুর্গাপূজা আয়োজন করে তার মধ্যে সেরা ক্লাবগুলিকে স্বর্ণকমল স্বর্ন শারদ অর্ঘ সম্মান প্রদান করে, এ বছরও আগরতলা শহরে ২৫টি ক্লাব অংশগ্রহণ করেছিল। শারদ সম্মান ১০ টি ক্লাবকে স্বর্নকমল কর্তৃপক্ষ যারা বিচারক ছিলেন তারা বিচার করেছেন এবং তিনটি ক্লাবকে সেরা হিসেবে বিজয় ঘোষিত করেছেন। তিনটি ক্লাবকে সেরার সেরা নির্বাচিত হওয়ায় সম্মান প্রসঙ্গে পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয়। এদিন সাধারণ সম্মান গুলি তুলে দেন স্বর্ণ কমল জুয়েলার্স এর কর্ণধার গোপাল নাগ



