Thursday, December 4, 2025
বাড়িখবরবাণিজ্যআগামী ২৬শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে স্বর্ণ কমল জুয়েলার্স এর স্বর্ণ শারদ...

আগামী ২৬শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে স্বর্ণ কমল জুয়েলার্স এর স্বর্ণ শারদ অর্ঘ্য

রবিবার রাজধানীর বনেদি জুয়েলারি সংস্থা স্বর্ণ কমল জুয়েলার্স এর পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে সংস্থার কর্তৃপক্ষ স্বর্ণকমল জুয়েলার্সে দুর্গাপূজার নানান অফার তুলে ধরে জানান, দূর্গা পুজার এই শুভ উৎসবে স্বর্ণকমল জুয়েলার্স ক্রেতাদের জন্য নিয়ে এলো সেরা দূর্গা পূজার অফার, “স্বর্ন শারদ অর্ঘ 2022” আগামী ২৬শে সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত চলবে এই অফার। সোনার গহনার মুজরিতে থাকছে ২৫% ছাড় এবং হিরের গহনার মুজরিতে থাকছে ১০০% ছাড়। প্রতিদিন লাকি ড্র তে থাকছে ৩টি হোম এপ্লায়েন্স, মেগা লাকি ড্র তে থাকছে ২টি সোনার নেকলেসের সেট এবং ১টি হিরের নেকলেসের সেট এছাড়াও থাকছে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার সঙ্গে 2000/- টাকা গিফট ভাউচার। পুরোনো সোনার গহনার পরিবর্তে সমমূল্যের নতুন হলমার্কযুক্ত গহনা কেনার সুবর্ণ সুযোগ। তাছাড়া এদিন স্বর্ণকমল জুয়েলার্সের কর্ণধার শ্রী গোপাল চন্দ্ৰ নাগ সংবাদ মাধ্যমের সামনে দূর্গা পূজার জন্য সকলকে শুভ কামনা জানিয়েছেন এবং তাদের দূর্গা পুজার অফার সম্পর্কে সংবাদ মাধ্যমকে অবহিত করেছেন। সাংবাদিক সম্মেলনে স্বর্ণকমল এর 2 ডাইরেক্টর শ্রী জয় নাগ এবং শ্রী দিবাকর নাগ উপস্থিত ছিলেন, সাথে ছিলেন বিজ্ঞাপনের মুখ মিস বিভা জমাতিয়া ও তাদের ব্র্যান্ড এম্বাসেডার ড: জুহিলি দেববর্মা শারদ সম্মান সম্পর্কে অবিহিত করেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine + four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য