ইনকাম ট্যাক্স রিটার্নের সময় বাড়াল সরকার। আগে ৩১ ডিসেম্বরের মধ্যে এই রিটার্ন জমা দেওয়ার কথা ছিল। এবার সেই জমার মেয়াদ বাড়িয়ে ১৫ মার্চ করা হয়েছে।এর আগে অবশ্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর কোনও প্রস্তাব নেই বলে জানিয়েছিলেন রাজস্ব সচিব। সম্প্রতি দেশে GST Return ফাইল করার সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। নতুন করে কোভিডের সংখ্যা বাড়ায় আয়কর জমার সময় বৃদ্ধির জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরে।যদিও সেই জল্পনায় জল ঢালেন খোদ কেন্দ্রীয় রাজস্ব সচিব তরুণ বাজাজ। তিনি জানান, বছরের শেষ দিন আয়কর জমার লাস্ট ডেট রেখেছিল সরকার। সেই অনুযায়ী ৩১ ডিসেম্বর দুপুর ৩টের মধ্যে মোট ৫.৬২ কোটি Income Tax Return ফাইল হয়ে গেছে। কেবল এদিনই আয়কর জমা দিয়েছেন ২০ লক্ষেরও বেশি দেশবাসী। এই বছর নতুন করে ৬০ লক্ষ বেশি আয়কর রিটার্ন ফাইল হয়েছে। এদিন যদিও সেই সময়সীমা বাড়ানো হয়েছে।