Thursday, February 6, 2025
বাড়িখবরবাণিজ্যলংতরাই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ - এর ম্যানেজিং ডিরেক্টর রতন দেবনাথকে বিশেষ সম্মানে...

লংতরাই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ – এর ম্যানেজিং ডিরেক্টর রতন দেবনাথকে বিশেষ সম্মানে ভূষিত করলো স্বদেশী জাগরণ মঞ্চ ও স্বাবলম্বী ভারত অভিযান

দেশীয় ব্যবসায়ের মাধ্যমে জাতীয় ও প্রান্তীয় অর্থনীতিকে সুদৃঢ় ও স্বনির্ভর করার লক্ষ্যে স্থানীয় যুবক যুবতীদের জন্যেম কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক নিরাপত্তা প্রদানের মত উল্লেখযোগ্য বিষয়ে অবদান রাখার জন্য লংতরাই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ – এর ম্যানেজিং ডিরেক্টর শ্রীযুক্ত রতন দেবনাথ মহাশয়কে বিশেষ সম্মানে ভূষিত করে স্বদেশী জাগরণ মঞ্চ ও স্বাবলম্বী ভারত অভিযান। এই উপলক্ষে গত 24 শে আগস্ট গীতাঞ্জলি ট্যুরিস্ট লজে স্বদেশী জাগরণ মঞ্চ ও স্বাবলম্বী ভারত অভিযানের ত্রিপুরা প্রান্তের উদ্যোগে স্বনির্ভর ভারতীয় অর্থনীতির উপর আয়োজিত এক মহতী অনুষ্ঠানে শ্রীযুক্ত দেবনাথ মহাশয়ের হাতে এই অনন্য সম্মান তুলে দেন স্বদেশী জাগরণ মঞ্চের রাষ্ট্রীয় আহ্বায়ক শ্রীযুক্ত আর সুন্দরম । এই মহতী অনুষ্ঠানে সম্মানিত অতিথির আসন অলংকৃত করেন স্বদেশী জাগরণ মঞ্চের অখিল ভারতীয় সংঘর্ষ বাহিনী প্রমুখ , ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য , মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য , এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। অনুষ্ঠানে স্বদেশী জাগরণ মঞ্চের কেন্দ্র ও রাজ্য কমিটির সদস্যবৃন্দদের পাশাপাশি রাজ্যের স্বনামধন্য আইনজীবী , সনদপ্রাপ্ত হিসাব পরীক্ষক, শিল্পপতি, ও চিকিৎসক সহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যজক্তিত্ত্বরাও উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য