শনিবার রাজধানীর আইতর্মা মার্কেটে ডাঃ বাত্রার হেলথ কেয়ারের আনুষ্ঠানিক সূচনা হয়। বলা যায় ডাঃ বাত্রার স্বাস্থ্যসেবা বিশ্বের সবচেয়ে বড় হোমিওপ্যাথিক ক্লিনিক, আগরতলায় তার প্রথম ক্লিনিক চালু হল হল আজ এবং ত্রিপুরা রাজ্যে সর্বমোট ১০৭টি ক্লিনিক চালু রয়েছে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল, সমীর দাশ (ব্যবস্থাপক, ডঃ বাত্রাস) ডঃ সোমালি মজুমদার, মিঃ অনিরুধা রায়, মিঃ বণিক, মিঃ লিটন দাস সহ অন্যানরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী রামপ্রসাদ পাল বলেন ডক্টর ভদ্রা হোমিওপ্যাথি হেলথ কেয়ার রাজ্যে চালু হওয়ার পর রাজ্যের গরিব অংশের মানুষ যারা অর্থের অভাবে চিকিৎসা পরিষেবা নিতে পারে না এবং যারা উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করেন তাদের ক্ষেত্রে বিরাট সুবিধা হবে বলে।



