একটা-দুটো নয়, মোট ৬৪১টি পদে জন্য আবেদনপত্র চেয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । চ্য়ানেল ম্যানেজারের পদের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। এই চাকরিটি চুক্তিভিত্তিক । তিনটি আলাদা আলাদা পদে নেওয়া হবে লোক।তবে আবেদন করার জন্য খুব বেশিদিন নেই হাতে। ৭ জুন এই পদে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ। চাকরিপ্রার্থীরা SBI-এর ওয়েবসাইট sbi.co.in-এর মাধ্যমেই আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার প্রক্রিয়াও সহজে বলে দেওয়া হয়েছে।
কত পদ? কী কী পদ?
এসবিআই-তে এখন যে চাকরির সুযোগ রয়েছে। যে নিয়োগপ্রক্রিয়া এখন চলছে তাতে মূলত তিনটি পদে নিয়োগ করা হবে। চ্যানেল ম্যানেজার ফেসিলিটেটর-এনিটাইম চ্যানেল পদে পাঁচশো জনেরও বেশি লোক নেওয়া হবে। চ্যানেল ম্যানেজার সুপারভাইজার-এনিটাইম চ্যানেল পদে নেওয়া হবে একশো জনের মতো। এছাড়া সাপোর্ট অফিসার-এনিটাইম চ্যানেল
কীভাবে আবেদন করবেন:
এসবিআই-এর ওয়েবসাইট sbi.co.in -এ যান।
ওই ওয়েবসাইটে কেরিয়ার অপশন সিলেক্ট করুন।
সেখানে নোটিফিকেশন ট্যাব থাকবে, সেখানে অ্যাপ্লাই বাটন ক্লিক করুন।
এবার ডকুমেন্ট বা নথি আপলোড করে সাবমিট অপশন ক্লিক করুন।
কোন বয়সে আবেদন
এসবিআইয়ের অবসরপ্রাপ্ত আধিকারিকরা এই পদে আবেদন করতে পারবেন। ৬০ থেকে ৬৩ বছর-এই বয়সের ব্যক্তিরা আবেদন করতে পারবেন। সবকটি পদই চুক্তিভিক্তিক
কত বেতন:
চ্যানেল ম্যানেজার ফেসিলিটেটর-এনিটাইম চ্যানেল –মাসে ৩৬০০০ টাকা।
চ্যানেল ম্যানেজার সুপারভাইজার-এনিটাইম চ্যানেল –মাসে ৪১০০০ টাকা।
সাপোর্ট অফিসার-এনিটাইম চ্যানেল–মাসে ৪১০০০ টাকা।



