Thursday, December 4, 2025
বাড়িখবরবাণিজ্যমঙ্গলবার দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে চলেছে LIC।

মঙ্গলবার দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে চলেছে LIC।

শেয়ার বাজারে তালিকাভুক্ত হবে এলআইসি
দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার শেয়ারের তালিকা আজ দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত হবে। সকালে এলআইসি-র শেয়ার তালিকাভুক্তির সঙ্গে সঙ্গে কোটি কোটি বিনিয়োগকারী ও শেয়ারহোল্ডারের অপেক্ষার অবসান হবে। এখন তাঁরা চাইলেই এই শেয়ার কিনতে বা বিক্রি করতে পারেন।

LIC-র IPO থেকে সরকার 21,000 কোটি টাকা তুলেছে
এলআইসির এই আইপিও থেকে 20,557 কোটি টাকা সংগ্রহ করতে সফল হয়েছে সরকার। আশা করা হচ্ছে, প্রিমিয়ামে তালিকাভুক্ত হবে এই শেয়ার। বিনিয়োগকারী-ব্যবসায়ী ও পলিসি হোল্ডাররা যাতে ভাল লাভের মুখ দেখতে পারেন, সেই বিষয়ে নজর দেওয়া হচ্ছে।

LIC IPO: শেয়ারের তালিকাভুক্তি হিট না হলে কী করবেন ?

বাজার বিশেষজ্ঞরা বলছেন, পুঁজিবাজারে সাম্প্রতিক দুর্বলতার ক্ষেত্রে ধীরগতিতে চলা শুরু করতে পারে LIC। তবে এতে বিনিয়োগকারী ও শেয়ারহোল্ডারদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাদের অবশ্যই মাঝারি থেকে দীর্ঘমেয়াদে LIC-র শেয়ার ধরে রাখতে হবে।

LIC IPO: ৯৪৯ টাকা ইস্যু মূল্য

সরকার LIC শেয়ারের ইস্যু মূল্য শেয়ার প্রতি 949 টাকা ধরেছে। এলআইসি-র পলিসিহোল্ডার ও খুচরো বিনিয়োগকারীরা যথাক্রমে প্রতি শেয়ার 889 টাকা ও 904 টাকায় পাবেন। শেয়ারগুলি আজ 17 মে BSE ও NSE-তে তালিকাভুক্ত হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen − 14 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য