বিশেষ সংবাদদাতা :- পি. সি. চন্দ্র জুয়েলার্স আগরতলা শোরুমে গত ৩রা জানুয়ারী থেকে শুরু হয়েছে Diamond Utsav । অফারটি চলবে আগামী ২২শে জানুয়ারী, ২০২৫ পর্যন্ত। এই বছরে সংস্থার পক্ষ থেকে একটি চমকপ্রদ অফারের ডালি আনা হয়েছে। ১০০ টাকা* ছাড় প্রতি গ্রাম ১৮ ক্যারেট সোনার গয়নার উপর, ১০% ছাড় হীরের মূল্যের উপর ও ১০% ছাড় হীরের গয়নার মজুরীর উপর। এছাড়াও রয়েছে হীরের পেন্ডেট জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই Diamond Utsav – এ ক্রেতাদের অভূতপূর্ব সাড়া তাদের আরো সমৃদ্ধ করেছে এবং তাদের পক্ষ থেকে সমগ্র ত্রিপুরা বাসীকে ইংরেজী নব-বর্ষের শুভেচ্ছা জানানো হয়েছে।