Saturday, December 21, 2024
বাড়িখবরবাণিজ্যপিসি চন্দ্র জুয়েলার্সের মেগা প্রাইজ বিজেতাদের মধ্যে তুলে দেওয়া হল পুরস্কার

পিসি চন্দ্র জুয়েলার্সের মেগা প্রাইজ বিজেতাদের মধ্যে তুলে দেওয়া হল পুরস্কার

বিশেষ সংবাদ দাতা – প্রতিবছরের মত এ বছরও অন্যান্য জুয়েলারি শিল্প প্রতিষ্ঠানের ন্যায় আগরতলা পিসি চন্দ্র জুয়েলার্স শোরুমেও অনুষ্ঠিত হয়েছিল ধনতেরাস উৎসব। এই উৎসবে কেনাকাটার উপরে যেমন দেওয়া হয়েছিল বিশেষ ছাড় তেমনি রাখা হয়েছিল লাকি ড্র কুপনের মাধ্যমে মেগা প্রাইজ জেতার সুযোগ ও। আজ ২০ শে ডিসেম্বর আগরতলা পিসি চন্দ্র জুয়েলার্সে মেগা প্রাইজ বিজেতাদের মধ্যে তুলে দেওয়া হয় পাঁচ গ্রামের সোনার কয়েন। এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠান পর সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এ বছরের চারজন বিজেতাদের হাতে পুরস্কার স্বরূপ ৫ গ্রামের সোনার কয়েন তুলে দিতে পেরে আমরা ধন্য মনে করছি বলে। এদিকে বিজেতারা নিজেদের পুরস্কার হাতে পেয়ে খুশি ব্যক্ত করলেন। এ বছরের বিজয়ীরা হলেন – সৌরদীপ দেবনাথ, রিতা দে, সঞ্চিতা চক্রবর্তী ও তড়িৎলাল চক্রবর্তী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য