রাজ্যে প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় গৃহহীন অনেক মানুষ। এরা আশ্রয় নিয়েছে বিভিন্ন ত্রাণ শিবিরে। দুর্গতদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন অনেক সরকারি বেসরকারি সংস্থা ও সংগঠন। এই পরিস্থিতিতে এই দুর্গতদের সাহায্যার্থে সকলকে এগিয়ে আসার আহ্বান রেখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা। মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এবার দুর্গতদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এগিয়ে এলো কালিকা জুয়েলার্স। কালিকা জুয়েলার্স বিভিন্ন সময়ে নিজেদের সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে এসেছেন এবারও তার ব্যতিক্রম হলো না দুর্গতদের সাহায্যার্থে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে তুলে দিলেন ২ লক্ষ টাকা। এদিন কালিকা জুয়েলার্সের পার্টনার শ্রী মিহির কান্তি চৌধুরী এবং তার মেয়ে মিসেস মহাশ্বেতা চৌধুরী মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহার কাছে এই ২ লক্ষ টাকার চেক তুলে দেন। আগামী দিনেও তাদের এই প্রয়াস জারি রাখবেন বলে জানিয়েছেন কালিকা জুয়েলার্সের কর্ণধার। এদিন এই ঐতিহাসিক সন্ধিক্ষণে কালিকা জুয়েলার্সের কর্ণধার সহ উপস্থিত ছিলেন সংস্থার অন্যান্য কর্মীরা।