আগরতলার হরিগঙ্গা বসাক রোডে কামান চৌমুহনী ও সূর্য চৌমুহনীর মাঝামাঝি স্থানে অবস্থিত বসুন্ধরা জুয়েলার্সের আগামী ৩রা মে আনুষ্ঠানিক উদ্বোধন হবে। দ্বার উদ্ঘাটন করবেন বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলী। এদিনই সন্ধ্যা সাড়ে ছয়টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নং প্রেক্ষাগৃহে বসুন্ধরা জুয়েলার্স আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র শ্রী দীপক মজুমদার সহ অন্যান্যরা। এদিন সাংস্কৃতিক আয়োজনে অংশ নেবেন নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলী সহ তার প্রতিষ্ঠান দীক্ষা মঞ্জরীর ১৮ জন শিল্পী। বৃহস্পতিবার শোরুমে আয়োজিত সাংবাদিক বৈঠকে কথা একথা বলেন বসুন্ধরা জুয়েলার্সের কর্ণধার শিবু ভট্টাচার্য ।জুয়েলার্স এর তরফে আগামী ৫ মে পর্যন্ত সোনার গয়নায় মজুরির ক্ষেত্রে ছাড় দেয়া হবে ৩০ শতাংশ। যা জুয়েলারি শিল্পের ক্ষেত্রে এই মুহুর্তের সর্বোচ্চ ছাড়। এছাড়া যেকোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত সোনায় বিনিময় মূল্য পাওয়া যাবে ১০০ শতাংশ। অতিরিক্ত হিসেবে প্রতিটি কেনাকাটাতেই থাকবে অত্যন্ত আকর্ষনীয় নিশ্চিত উপহার।