Saturday, December 21, 2024
বাড়িখবরবাণিজ্যবর্ষবরন উপলক্ষে সানরাইজ এর সুন্দর উদ্যোগ নিয়েছিল সানরাইজ শাহী দরবার অ্যাওয়ার্ড

বর্ষবরন উপলক্ষে সানরাইজ এর সুন্দর উদ্যোগ নিয়েছিল সানরাইজ শাহী দরবার অ্যাওয়ার্ড

সানরাইজ এর উদ্যোগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আবেদন করেছিল নিজেদের পছন্দ মতো নাচ, গান ও আবৃত্তি পারফরম্যান্স করে নিজস্ব ফেসবুক বা instagram এ আপলোড করে # সানরাইজ কে টেগ করার জন্য। সেই আবেদনে সারা দিয়ে রাজ্যের প্রায় ৩৪৬ জন উদীয়মান শিল্পীরা বিভিন্ন বিভাগের যোগদান করেছে। সেখান থেকে প্রত্যেক বিভাগে ২০ জন করে মোট ৬০ জনকে আজ সন্ধ্যা ৬ ঘটিকায় আগরতলা প্রেসক্লাবে সানরাইজ শাহী দরবার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র শ্রীযুক্ত দীপক মজুমদার, হেডলাইন্স ত্রিপুরার নিউজ চ্যানেলের এডিটর প্রণব সরকার ও স্কুল অফ সাইন্স প্রিন্সিপাল অভিজিৎ ভট্টাচার্জ অতিথিগণ ওনাদের বক্তব্যের মাধ্যমে এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং শিল্পীরা যাতে উৎসাহিত হন বিভিন্ন প্রোগ্রাম করার আবেদন রাখেন যাতে সুষ্ঠু সংস্কৃতির মাধ্যমে সুষ্ঠ পরিবেশ বার্তা বহন করে। তাছাড়া মেঘ বালিকা ব্যান্ড দ্বারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সর্বকনিষ্ঠ সানরাইজ শাহী দরবার অ্যাওয়ার্ড পুরস্কার পান অন্তরলীনা দে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 + 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য